নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
এবার প্রচারে একটু অভিনবত্ব সেই সঙ্গে স্রোতের বিপরীতে হাঁটলেন অভিনেত্রী তথা মেদিনীপুরের বিধায়িকা তৃণমূল প্রার্থী জুন মালিয়া।তিনি কর্মী সমর্থক ও কাউন্সিলরদের কে নিয়ে দলীয় পতাকা ছাড়াই প্রচারে বের হন।তিনি মানুষের সঙ্গে জনসংযোগ করেন অভাব অভিযোগ শোনেন এবং এক প্রস্থ আলাপচারিতা সারেন সন্ধ্যেবেলায়।
মূলত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের তৎপরতা।ডান বাম তৃণমূল কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলের কর্তা ব্যক্তি এবং প্রার্থীরা বড় বড় হেভি ওয়েট নেতা-নেত্রীদের নিয়ে প্রচার সারছেন।প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন বড় বড় ভিআইপি,অভিনেতা অভিনেত্রী, নেতা মন্ত্রিসহ বিশিষ্ট মানুষজন।কিন্তু এবার স্রোতের বিপরীতে একটু অন্যরকম প্রচার সারলেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া।এইদিন তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে মেদিনীপুর শহরের মীর বাজারে হনুমান মন্দিতে পুজো দিয়ে প্রচার শুরু করেন।তার এই জনসংযোগও প্রচারে না ছিল তৃণমূলের কোন ফ্লাগ,না ছিল কোন ব্যানার,ফেস্টুন।তিনি তারপরও তিনি বেরিয়ে মানুষের কাছে পৌঁছলেন,জনসংযোগ করলেন এবং ভোট দেওয়ার আবেদন করলেন।যদিও এই দিনের প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।যদিও তৃণমূল প্রার্থী মেদিনীপুর শহরের মীর বাজার থেকে বড় বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার হেঁটে এই প্রচার করেন।এই প্রচারে জুন মালিয়াকে কাছে পেয়ে অনেকেই সেলফি তুলেন,অনেকেই হাত মেলান অনেকেই আবার নিজের সুবিধে অসুবিধাগুলো জানান।বড়বাজার মিরবাজারের ব্যবসায়ী মহল এক প্রস্থ দেখা করেন তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে।
এ বিষয়ে মেদিনীপুরের বিধায়িকা তথা তৃণমূল প্রার্থী জুন মালিয়া বলেন প্রচারের অভিনবত্ব বলে কিছু নেই।মূলত গত ৩ বছর ধরে এখানকার আমি বিধায়িকা রয়েছি।এখানকার মানুষের আমার চেনা জানা এবং যোগাযোগ রয়েছে।তাই তাদের খোঁজ খবর নিতে হঠাৎ এভাবে বেরিয়ে পড়া।তিনি এও বলেন আমি একটি অন্য কর্মসূচি ছিলাম।সেখান থেকে আসতে দেরি হওয়ায় নিজে হঠাৎই বেরিয়ে পড়েছি এই শহরের মানুষের খোঁজ খবর নিতে। যদিও মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে তার বক্তব্য আপনারা তো দেখতেই পাচ্ছেন মানুষ কিভাবে এগিয়ে এসেছে আমার কাছে।।
প্রসঙ্গত উল্লেখ্য,এদিন শেষ হয়েছে তৃতীয় দফার ভোট নির্বাচন আর বাকি রয়েছে চারটে দফার ভোট।যদিও পশ্চিম মেদিনীপুরে ভোট রয়েছে ষষ্ঠ দফায়।এখন অপেক্ষা লোকসভার ভোট।