নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
গুটি গুটি পায়ে তিন বছর বিধায়িকা হিসেবে রয়েছেন মেদিনীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া।এবারে তিনি লোকসভায় প্রার্থীও হয়েছেন।যদিও ভোট এখনো দিন ১৫ বাকি রয়েছে।তবে তার আগেই তিন বছরের কাজ কর্মের খতিয়ান নিয়ে রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল প্রার্থী। এদিন ফেডারেশন হলে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়েই রিপোর্ট কার্ড তুলে দেন সাংবাদিকদের।
হাতে এখনো ১৫ টা দিন বাকি রয়েছে।আর তার আগেই মেদিনীপুর লোকসভার প্রার্থী তথা মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া তার রিপোর্ট কার্ড প্রকাশ করলেন। এদিন তিনি জেলার ফেডারেশন হলে এক বৈঠকের মধ্য থেকে রিপোর্ট কার্ড প্রকাশ করেন।যেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ,পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, নেপাল সিংহ,সন্দীপ সিংহ,কাউন্সিলর সৌরভ বসু সহ অন্যান্যরা।এদিন প্রার্থী জুন মালিয়া বলেন,”তিনি এই তিন বছরে এই মেদিনীপুর বিধানসভার জন্য একগুচ্ছ কাজ করেছেন।যার বেশিরভাগটাই গ্রামের উপর ভিত্তি করে।তার কাজের মধ্যে রয়েছে বিভিন্ন সেতু নির্মাণ,রাস্তা নির্মাণ,কালভার্ট নির্মাণ,
বাতিস্তম্ভ এবং যাত্রী প্রতীক্ষালয় সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পে তার বিধায়িকা কোটায় টাকা খরচা করেছেন তিনি।
এরই পাশাপাশি তিনি বলেন বিগত দিনে বিরোধীরা তাদের রিপোর্ট কার্ড কোনভাবে কোনদিন প্রকাশ করেননি অথচ আমরা অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাস করি।তাই এই তিন বছরে কি কাজ করেছি তার রিপোর্ট কার্ড আমরা প্রকাশ করলাম।এই রিপোর্ট কার্ড আমি আপনাদের পাশাপাশি আমাদের কর্মীরা আগামী দিনে জনগণের হাতে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেবে।
প্রসঙ্গত উল্লেখ্য,মাসখানেক আগে মেদিনীপুর লোক সভার কাজকর্মের খতিয়ান নিয়ে রিপোর্ট কার্ড প্রকাশ করেছিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।তবে এবার একদম ভোটের মুখে নিজের বিধানসভার রিপোর্ট কার্ড প্রকাশ করলেন বিধায়িকা জুন মালিয়া।যদিও এই রিপোর্ট কার্ড প্রকাশে ভোটের মুখে জনসংযোগের এক অভিনব পন্থা বলে মনে করছে রাজনৈতিক মহল।