Agnimitrapaul Songs: “ঝুটি দিদির,ঝুটি ছোট বেহনা”ফের গান ধরলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা

Share

নিজস্ব, প্রতিনিধি খড়গপুর:

ফের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে গান ধরলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।এদিন তিনি রেল শহর খড়্গপুরে বিজয় সংকল্প জনসভায় উপস্থিত হয়ে গান ধরলেন মঞ্চ থেকে।এরই সঙ্গে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী জুন মালিয়া কে ঝুটি দিদির ঝুটি বেহনা বলে কটাক্ষ করেন।

মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা এবার তৃণমূল প্রার্থী,বন্ধু জুন মালিয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে নতুন গান ধরলেন।তিনি বললেন “ঝুটি দিদির ঝুটি বেহনা”মিথ্যে রিপোর্ট কার্ড বানায়।প্রসঙ্গত,মেদিনীপুর লোকসভার ভোট আগামী ২৫শে মে।হাতে রয়েছে গুনাগুনতি আর ১৫ দিন।ইতিমধ্যে এই ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার চলছে জোর কদমে।তৃণমূল বিজেপির পাশাপাশি কংগ্রেস,সিপিএম এবং আঞ্চলিক দলগুলোও প্রচার চালাচ্ছেন গ্রামে গঞ্জে এবং জনসংযোগ করছেন।এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে “ঝুটি দিদি” বলে সম্বোধন করে কটাক্ষ করেন।তিনি বলেন সন্দেশখালীর ভিডিওকে ফেক ভিডিও বলে তিনি মিথ্যা কথা বলছেন।তিনি প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে আসেন,তারপর ভুলে যান।এরই সঙ্গে তিনি মোদীজির প্রকল্পে নিজেদের স্টিকার লাগিয়ে নিজেদের নামে প্রচার করেন।এরপর তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুন মালিয়া কে কটাক্ষ করে বলেন,”এখানে একজন ঝুটি দিদির ঝুটি বেহেনাও”রয়েছে।

সম্প্রতি তিনি মেদিনীপুরের বিধানসভার তিন বছর বিধায়িকা থাকার সুবাদে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেন।যেই রিপোর্ট কার্ডে তিনি এই তিন বছরে প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা খরচের হিসাব দেখিয়েছেন।তিনি উদাহরণ দিয়ে বলেন আমিও MLA রয়েছি,আমিও বছরে বিধায়িকা কোটায় ৬০ লাখ টাকা পাই।কিন্তু এই ঝুটি দিদির ঝুটি বোন তিন বছরে এক কোটি আশি লাখ টাকা পেয়ে কিভাবে ১৫ কোটি টাকার রিপোর্ট কার্ড প্রকাশ করে তা বুঝতে পারছি না।এই মিথ্যে কথা নিয়েই তিনি এদিন খড়গপুর মঞ্চ থেকেই এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার বড় দিদির হতে এক গান ধরলেন।যে গানের কলমই ছিল “ঝুট বলে কাউয়া কাটে,বাংলার জনতা সে ডেরিও,আপ বিহার চলে যাও গে তো,ভাইপো দেখতে রহিও”।

প্রসঙ্গত উল্লেখ্য এই দিন অগ্নিমিত্রার হয়ে প্রচারে এসে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।এদিন খড়গপুরের ধ্যান সিং ময়দানে বিজয় সংকল্প জনসভা অনুষ্ঠিত হয়। যে জনসভায় অগ্নিমিত্রা ছাড়াও বক্তব্য রেখেছিলেন রেল মন্ত্রী খোদ নিজে।


Share

dnews.in