Suvendu Adhikari: ইমামরা আবেদন করতে পারে আর ভারত সেবা শ্রম প্রতিবাদ করলে অসুবিধা মমতার!পাল্টা প্রতিক্রিয়া শুভেন্দুর

Share

নিজস্ব প্রতিনিধি,পাঁচখুরি:

ভারত সেবাশ্রমের সংঘের সন্ন্যাসীদের প্রতিবাদের মমতার সমালোচনার পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতার।এদিন প্রার্থীকে নিয়ে সভা করতে এসে মমতার এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু বাবু।তিনি বললেন ইমামরা আবেদন করে আড়াই হাজার টাকা করে পেতে পারে,তৃণমূল নেতা হুমায়ুন কবীর প্রকাশ্যে মন্তব্য করে সম্প্রীতি নষ্ট করতে পারে।আর ভারত সেবা সংঘের সন্ন্যাসীরা হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করলেই দোষ?

পাঁচখুরিতে বিজেপি প্রার্থীর প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারত সেবাশ্রম সংঘের মন্তব্যের তীব্র করা নিন্দা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু।প্রসঙ্গত এই দিন মেদিনীপুর লোকসভার অন্যতম বিধানসভা খড়গপুর গ্রামীণের অন্তর্গত পাঁচখুরিতে সভা করতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পালকে নিয়ে মঞ্চে বক্তব্য রাখেন।এরপর মঞ্চ থেকে নামার সময় সাংবাদিকদের মুখোমুখি হলে সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারত সেবাশ্রম সংঘের প্রতিবাদ নিয়ে জিজ্ঞেস করলে শুভেন্দু অধিকারী কড়া ভাষায় প্রতিবাদ করেন।তিনি বলেন ইমামরা আবেদন করতে পারে অথচ ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা প্রতিবাদ করলে মুখ্যমন্ত্রীর অসুবিধা এটা কেন!তিনি দাবি এও করেন কোন বিজেপির মঞ্চে তারা কোনদিনই ছিলেন না।মূলত তারা এখানে সনাতন হিন্দুদের উপর যে আক্রমণ করছে তার প্রতিবাদ করেছিলেন।তিনি উদাহরণ দিয়ে বলেন শক্তিপুরে যা করেছে সেটা কি উনি ঠিক করেছেন।

এরপর তিনি হুমায়ুন কবীর প্রসঙ্গ টেনে এনে বলেন নুপুর শর্মার মন্তব্যের জন্য ভারতীয় জনতা পার্টি তাকে সাসপেন্ড করে দেয়,আর অন্যদিকে তৃণমূলের হুমায়ুন কবীর মন্তব্য করে যে আমরা ৭০% হিন্দুদের ৩০% লোক কে ভাগীরথীর নদীর তীরে মেরে ফেলবো।এই মন্তব্য আপনি চুপ করে শোনেন কি করে মুখ্যমন্ত্রী?এরপর ইমামদের বেতন প্রসঙ্গে তিনি বলেন আপনারা ইমাম এসোসিয়েশন আবেদনে আপনি আড়াই হাজার টাকা তাকে বেতন দেন আর অপরদিকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা সনাতনী হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করলে সেটা অপরাধ হয়ে যায়!

প্রসঙ্গত,এই ভোট নিয়ে রীতিমত মন্তব্য এবং পাল্টা মন্তব্যে উত্তেজনা ছড়িয়েছে এই রাজ্য তথা জেলায়।একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অন্যদিকে পাল্টা বিরোধী দলনেতা এবং বিজেপি প্রার্থীদের বক্তব্যে সরগরম হয়ে উঠেছে এই লোকসভা নির্বাচন।


Share

dnews.in