Loksava Prochar:কেউ টোটো,কেউ হুডখোলা জিপে শেষ প্রচারে মেদিনীপুরের প্রার্থীরা!খামতি রাখলেন না জুন,অগ্নিমিত্রা অথবা বিপ্লব ভট্ট

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:যুদ্ধকালীন তৎপরতায় শেষ হল ষষ্ঠ দফার ভোটের শাসক বিরোধী প্রার্থীদের প্রচার।৩৪ নম্বর মেদিনীপুর লোকসভার এবারের প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী কেউ টোটো,কেউ হুডখোলা জিপে প্রচার সারলেন। আবেদন করলেন নিজ নিজ ক্ষেত্রে ভোট দেবার।এখন অপেক্ষা ২৫শে মে এর।

শেষ প্রচার

মাঝে একটা দিন আর আজ ছিল তার শেষ প্রচার।তাই শেষ প্রচারে কোনো রকমই খামতি রাখলেন না শাসক বিরোধী কোনো পক্ষই।মূলত ৩৪ নম্বর মেদিনীপুর লোকসভার এবারে লড়াইটা হচ্ছে ত্রিমুখী।একদিকে রয়েছে শাসক দল তৃণমূল প্রার্থী জুন মালিয়া তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের।এবং তৃতীয় পর্ব রয়েছে সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট।যার আগের বারে ভোট ছিল ৬৩ হাজারের মতো।তবে কোনোভাবেই নিজেকে না সরিয়ে প্রচারে চালিয়ে যাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায়।এদিন তৃণমূল প্রার্থী জুন মালিয়া খড়্গপুর মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় মিছিল করেন এবং প্রচার করেন।তিনি এদিন টোটো গাড়িতে করে প্রচার করেন মেদিনীপুর শহর ও খড়গপুরে।প্রায় শতাধিক টোটো নিয়েই তিনি হাত নাড়তে নাড়তে মানুষের কাছে আবেদন করেন তৃণমূল কে ভোট দেওয়ার।অন্যদিকে খড়্গপুরে প্রচার জোর কদমে সারলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি লাল রঙের হুডখোলা জিপে মোদিজীর কার্টুন পাশে বসিয়ে প্রচার সারলেন যুদ্ধকালীন তৎপরতায়।তার সঙ্গে ছিলেন তার কর্মী সমর্থক এবং সাঙ্গপাঙ্গরা।আবেদন করলেন মেদিনীপুর লোকসভায় ভোটে বিজেপিকে ভোট দেওয়ার।অন্যদিকে প্রচারে শেষ পর্বে লাল গাড়িতে করে রোড শো করলেন সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট।এদিন তিনি লাল রঙের হুডখোলা গাড়িতে উঠে হাত নাড়তে নাড়তে প্রচার করেন তার সঙ্গে সঙ্গ দেন বাইকে করে তার কর্মী সমর্থকেরা।

প্রসঙ্গত উল্লেখ্য,এই দিন ভোট প্রচারের শেষ দিন ছিল এবং শেষ দিনেই কেউই প্রচারে খামতি রাখেন নি।তবে এবার সিদ্ধান্ত নেবে মেদিনীপুর লোকসভার মানুষ।কারণ মেদিনীপুর লোকসভার যে ৭ টি বিধানসভা রয়েছে বিশেষ করে মেদিনীপুর,খড়গপুর গ্রামীণ,খড়গপুর টাউন কেশিয়াড়ি,দাঁতন,নারায়ণগড় ও এগরা সেই সকল মানুষ সিদ্ধান্ত নেবে এবারে তারা কাকে জেতাবেন।


Share

dnews.in