Agnimitra Paul EVM: স্ট্রংরুমে ইভিএম কারচুপি নিয়ে আশঙ্কা প্রকাশ অগ্নিমিত্রার!বিজেপি কার্যকর্তাদের কড়া পাহারার দাবি

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ষষ্ঠ দফাতে ভোট শেষ হয়েছে ঘাটাল ও মেদিনীপুর লোকসভার।এবার স্ট্রংরুম নিয়ে কারচুপি অভিযোগে আশঙ্কা প্রকাশ বিজেপি প্রার্থী।এইদিন অগ্নিমিত্রা পাল এক ভিডিও ক্লিপিং এর মাধ্যমে বলেন আমাদের কার্যকর্তাদের বলবো স্ট্রং রুম পাহারা দিতে।কারণ আইপ্যাক এবং তৃণমূলের চোর ডাকাতের বাহিনী ঘুরে বেড়াচ্ছে স্ট্রং রুমের আশেপাশে।এরই সঙ্গে পুলিশ প্রশাসনের কিছু পুলিশ সিভিল ড্রেসে ঘুরে বেড়াচ্ছে স্ট্রং রুমে।তাই কার্যকর্তাদের উদ্দেশ্যে আরোও সতর্ক সচেতন হতে বলব মেদিনীপুরের জনাদেশ রক্ষা করার জন্য।

ভোট হয়ে গিয়েছে এবার স্ট্রং রুমে বন্দী ইভিএম নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।এ রকমই ঘটনা মেদিনীপুর লোকসভায় জুড়ে।প্রসঙ্গত গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দুটি লোকসভা ঘাটাল ও মেদিনীপুর লোকসভার ভোট গত ষষ্ঠ দফায় ২৫শে মে অনুষ্ঠিত হয়।সারাদিন ব্যাপী বিক্ষিপ্ত হিংসার ঘটনার মধ্য দিয়ে শেষ হয় এই মেদিনীপুর লোকসভার নির্বাচন। ইতিমধ্যে জনতার জনাদেশ বন্দী স্ট্রং রুমে।মেদিনীপুর লোকসভার স্ট্রং রুম করা হয়েছে,রেল শহর খড়্গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে।অন্যদিকে ঘাটাল লোকসভার স্ট্রং রুম করা হয়েছে ঘাটাল শতবার্ষিকী মহাবিদ্যালয়ে।আর এই মেদিনীপুর লোকসভার প্রার্থী বিজেপির অগ্নিমিত্রা পাল এবার স্ট্রংরুম নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন।এদিন তিনি একটি বক্তব্য সহ একটি ছোট ভিডিও ক্লিপিং পোস্ট করেছেন নিজের গ্রুপে যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে,”আই প্যাক এবং শাসক দল তৃণমূল স্ট্রংরুমে গিয়ে কারচুপি করতে পারে,এক্ষেত্রে আপনারা সতর্ক থাকুন l।কারণ তৃণমূল হল চোরের দল।তারই পাশাপাশি শাসক দলকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন এই শাসক দল চোর তৃনমূল আইপ্যাকের সঙ্গে জড়িত এবং পুলিশ প্রশাসন মিলিয়ে অনেক কিছুই করতে পারে।

তাই কার্যকর্তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যে যখন পারবেন স্ট্রংরুমে গিয়ে পাহারা দেবেন।এরই সঙ্গে তিনি উদাহরণ দিয়ে বাঁকুড়ার সৌমিত্র খাঁয়ের ভিডিও নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন।তবে মেদিনীপুরের জনাদেশ নিয়ে তিনি বলেন মেদিনীপুরের মানুষের সিদ্ধান্ত যাই হোক তা সবাই আমরা মাথায় পেতে নেব কিন্তু সেটা যেন সঠিক হয় তার জন্য স্ট্রংরুমে ঘুরে বেড়ানো তৃণমূলদের আটকাতে হবে। পুলিশের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন কয়েকদিন আগে খবর এসেছে সিভিল ড্রেসে পুলিশ ঘোরাঘুরি করছিল আশেপাশে তাই চোর এবং ডাকাতদের থেকে আপনারা সাবধান থাকবেন।পাহারা দেবেন স্ট্রংরুমে।


Share

dnews.in