Agnimitra Comments: বন্ধু জুনের কাছে আবেদন রেখেছিলাম কিন্তু জুন সেই কথা রাখল না!ভোট পরবর্তী হিংসা নিয়ে আক্ষেপ অগ্নিমিত্রার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

গোটা রাজ্যের সঙ্গে ভোট পরবর্তী হিংসা অব্যাহত পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভাতে।মেদিনীপুর লোকসভার নারায়ণগড়,পিংলা কেশিয়াড়ির পাশাপাশি বিজেপি কর্মীদের আক্রান্ত হতে হচ্ছে মেদিনীপুর সদরেও।এদিন তাদের কার্যালয়ে দেখতে এসে এক প্রস্থ কটাক্ষ করলেন বিজয়ী বন্ধু জুন মালিয়া কে।তিনি বললেন ভোটের শেষের দিকে তার সঙ্গে দেখা করে শুভেচ্ছা ও জানিয়েছিলাম এবং ভোট পরবর্তী হিংসা না হওয়ার আবেদন করেছিলাম কিন্তু সেই কথা রাখেন নি জুন।

ভোট পরবর্তী হিংসা অব্যাহত গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলায়।ভোটের গণনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক হিংসা।পশ্চিম মেদিনীপুর জেলা শেষ প্রান্ত ঘাটালে যেমন শাসক দলের হাতে আক্রান্ত হয়েছে বিরোধীরা ঠিক তেমনি খোদ মেদিনীপুর লোকসভার সাতটি বিধানসভার বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের।এই বিজেপি কর্মী সমর্থকরা ঘর ছেড়ে রীতিমতো ঠাঁই নিয়েছে বিভিন্ন জায়গায় কেউ কেউ আবার বিজেপির কার্যালয়ে।গত ৫ই জুনের রাত থেকেই কার্যালয়ে ভিড় বাড়তে শুরু করেছে বিজেপি কর্মী নেতৃত্ব এবং সমর্থকদের।এই সমর্থকরা এখানেই রান্নাবান্না করে কোন রকমে জীবন বাঁচাতে চলে এসেছেন।যদিও সেই বিজেপি কর্মী সমর্থকদের এক প্রস্থ দেখতে মেদিনীপুর কার্যালয়ে দৌড়ে এলেন বিজেপি প্রার্থী তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল।এদিন তিনি তাদের খোঁজখবর নেন,পাশে থাকার আশ্বাস দেন এবং যেকোনো প্রয়োজনে তাকে ফোন করার বার্তাও দিয়ে যান।তিনি আশ্বাস দেন সবসময় তিনি পাশে রয়েছেন। তিনি দীর্ঘ দু মাস এখানে থাকবেন।

এরই সঙ্গে কেন্দ্র বাহিনী রয়েছে এখানে।প্রয়োজনে বছর ভর থাকবে কেন্দ্র বাহিনী জেলায় এই প্রতিশ্রুতিও দেন তিনি।এরপর সাংবাদিকদের মুখোমুখি হন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।এদিন প্রথমেই অগ্নিমিত্রাকে বন্ধু বিজয়ী জুন মালিয়া জয়ী প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন প্রথমেই শুভেচ্ছা জানালাম জুন মালিয়াকে।কারণ গণনার শেষদিকে আমি দেখা করেই এই বার্তা দিয়েছি।এরই সঙ্গে তাকে আরেকটি আবেদন দেখেছিলাম যে ভোট পরবর্তী হিংসা যেন না ঘটে আমাদের লোকসভাতে।কিন্তু সেই কথা রাখেনি বন্ধু জুন মালিয়া।তবে আমরাও কারো ভরসার উপর থাকতে চাইছি না আমরা নিজের ব্যবস্থা নিজেরা করে ফেলব।


Share

dnews.in