নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
ভোট পরবর্তী হিংসায় এবার নাম জড়ালো মেদিনীপুর।বিজেপির অভিযোগ বিজয় মিছিলের নামে তৃণমূলের লোকজন তার বাড়ির সামনে বোমা পাঠিয়েছে এবং বোমা ফেলেছে বাড়িতে। এই ঘটনায় তিনি থানায় অভিযোগের পাশাপাশি অবরোধে শামিল হয়েছিলেন।আর সেখান থেকে তাকে গ্রেফতার করে মেদিনীপুর কোতোয়ালি পুলিশ।এর সঙ্গে আটক করা হয় এক মহিলা বিজেপি নেত্রী কে।
এই যেন ঠিক উলট পুরান শুরু হল ভোট পরবর্তী পর্যায়ে। মূলত ভোট পরবর্তী পর্যায়ে রাজনৈতিক হিংসা অব্যাহত গোটা জেলার সঙ্গে মেদিনীপুর শহরে।এদিন খোদ মেদিনীপুর শহরে তৃণমূলের এক বিজয় মিছিল বের হয়। যেই বিজয় মিছিল ৬ নং ওয়ার্ডের বার্জ টাউন মাঠ সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় এক বিজেপি কার্যকর্তার বাড়ির সামনে বোম ফাটানোর পাশাপাশি তার বাড়িতে বোমা ছোঁড়ার অভিযোগ।এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি কার্যকর্তা শুভজিৎ রায় ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন যে তার বৃদ্ধ অসুস্থ মা বাড়িতে রয়েছে সেই অবস্থায় তৃণমূলের এক শ্রেণীর নেতা কর্মীরা বিজয় মিছিলের নামে বোম ফেলেছে তার বাড়িতে।এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি পুলিশ থানায় অভিযোগ জানাতে যান।কিন্তু সেখান থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় অবশেষে এলাকার মানুষ নিয়ে তিনি রাস্তা অবরোধ করেন সংসদ অফিসের কাছে।সেই অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে বাস ট্রাক ছোট-বড় গাড়িসহ যাতায়াতকারী মানুষজন।এই অবরোধ থেকে তারা দাবি করেন অবিলম্বে দোষী তৃণমূল ওই নেতাকে গ্রেফতার করতে হবে।এই ঘটনার পরই পুলিশ ছুটে আসে এবং তড়িঘড়ি এই বিজেপি নেতা তথা বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ রায় কে গ্রেফতার করে।এরপর তারা বিরাট পুলিশ বাহিনী নিয়ে এসে অবরোধ তুলে দেয়।এই ঘটনায় এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়লে ওখান থেকে বিজেপি সহসভাপতি গীতিকা ঘোষ নামে এক মহিলা বিজেপি নেতৃত্ব কে তারা গাড়িতে তুলে থানায় নিয়ে যায়।যা নিয়ে উত্তেজনা ছাড়িয়েছে মেদিনীপুর শহরে।
যদি এই ঘটনায় চটজলদি এই বিজেপি নেতা কে পুলিশ গাড়িতে তোলার আগে বিজেপি নেতা বলেন মা অসুস্থ এবং তৃণমূল বিজয় মিছিলের নামে তার বাড়িতে বোমা ছুঁড়েছে।যা নিয়ে আমি থানায় অভিযোগ করেছি কিন্তু প্রতিকার না পেয়ে এই অবরোধে সামিল হয়েছিলাম এলাকার মানুষসহ খোদ নিজে।কিন্তু পুলিশ সেই তৃণমূলে তাকে গ্রেপ্তারের পরিবর্তে তাকেই থানায় নিয়ে যাচ্ছে গ্রেফতার করে।এই ঘটনা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।