নিজস্ব প্রতিনিধি,খড়্গপুর:
গত ১৪ অক্টোবর ২০২২ এ খড়্গপুর আই আই টি’র ছাত্র ফয়জান আহমেদের এবং ১৭ ই জুন,২০২৪ এ দেবিকা পিল্লাই এর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।এই দুই মৃত্যুকে খুন বলে দাবি করে সোমবার আই আই টি মেন গেটে অবস্থান, বিক্ষোভ কর্মসূচি নিল সিপিআইএম।দায়িত্বে ছিল সি পি আই এমের খড়্গপুর শহর দক্ষিণ এরিয়া কমিটির নেতৃত্ব।
সিপিআইএম এর পক্ষ থেকে এইদিন দাবি করা হয় অবিলম্বে হাইকোর্টের নজরদারিতে CBI কে তদন্তের দায়িত্ব দিতে হবে এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শান্তি দিতে হবে৷আরও দাবি করা হয়,খুনের ঘটনাকে নিছক আত্মহত্যা বলে মানুষের কাছে হাজির করার জন্য ও নিজ কর্তব্যের গাফিলতির জন্য IIT ডিরেক্টর অধ্যাপক ভি কে তিওয়ারীও সিনিয়র সিকিউরিটি অফিসার পারমদ কুমারের গ্রেপ্তার ও পদত্যাগ করতে হবে।এদিনের কর্মসূচিতে ডিরেক্টর ভিকে তিওয়ারী ও সিনিয়র সিকুরিটি অফিসার পারমদ কুমারের কুশপুতলিকা দাহ করা হয়। এদিনের কর্মসূচিতে অমিতাভ দাস,সবুজ ঘোড়াই, স্মৃতিকণা দেবনাথ ও হরেকৃষ্ণ দেবনাথ প্রমুখ সি পি আই এম নেতৃত্ব বক্তব্য রাখেন।এদিন খড়গপুর টাউন থানায় সিপিআইএম এর পক্ষ থেকে ভিকে তিওয়ারী ও পারমদ কুমারের বিরুদ্ধে FIR করা হয়৷পাশাপাশি যতক্ষন না সত্য উৎঘাটিত হয়ে দোষীরা দৃষ্টান্ত মুলক শাস্তি পাবে ততদিন লাগাতার আন্দোলন কর্মসুচি চলবে বলে সি পি আই এম পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।