Bomb Destroy:দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার উদ্ধার হওয়া বোমা বিস্ফোরণ ঘটানো হলো পুলিশ,সেনা ও প্রশাসনের তৎপরতায়

Share

নিজস্ব প্রতিনিধি,গোপীবল্লভপুর:

অবশেষে স্বস্তি পেল গ্রামবাসীরা।প্রশাসন এবং এয়ার ফোর্সের সহযোগিতায় বোমা ফাটিয়ে নষ্ট করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যবহৃত বোমা।এদিন চারিদিকে বালির বস্তা দিয়ে ঘিরে এই বোমাটি ফাটিয়ে নিষ্ক্রিয় করা হয়।বোমার আওয়াজে কেঁপে উঠল গোটা জঙ্গলমহলসহ ঝাড়গ্রাম জেলা।

শেষমেষ এক সপ্তাহের মাথায় চুড়ান্ত প্রস্তুতি নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করা হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লকের ভুলনপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহৃত বোমা। শুক্রবার ঝাড়গ্ৰাম জেলা পুলিশ ও গোপীবল্লভ পুর থানার আধিকারিক এবং বোম্ব স্কোয়াডের উপস্থিতিতে এয়ারফোর্সের পক্ষ থেকে ফাটানো হয় বোমাটি।ভুলনপুর গ্রামে নদী তীরবর্তী একটি বড় আকারের এলাকা বালির বস্তা দিয়ে ঘিরে বোমাটি বিষ্ফোরণ ঘটানো হয়।এদিন বোম্ব স্কোয়াড ও এয়ার ফোর্সের পাশাপাশি উপস্থিত ছিলেন এসডিপিও গোপীবল্লভপুর পারভেজ সারফারাজ,গোপী বল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায়,সাব ইন্সপেক্টর সন্দীপ সিংহ,গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র সহ প্রশাসনের আধিকারিকরা।বোমাটি ফাটানোর সময় বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা।

উল্লেখ্য,গত শনিবার সারিয়া চার নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয় এই বিশালাকার একটি ধাতব বস্তু।পরে জানা যায় এটি প্রায় ৭০ থেকে ৮০ বছরের পুরোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা।সেই দিন থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল।পরে প্রশাসনের তরফে থেকে চুড়ান্ত সুরক্ষা বলয় তৈরি করে সেই শুক্রবার বোমাটি নষ্ট করা হয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in