নিজস্ব প্রতিনিধি,শালবনী:
নির্দিষ্ট নিয়ম রীতিনীতি মেনে দক্ষিণা কালীর অন্যতম রূপ ভবতারিণী মায়ের পূজো অনুষ্ঠিত হলো JSW সিমেন্ট লিমিটেডে।প্রায় একশ ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরে পুজো দিতে হাজির হন এলাকায় কর্মী স্টাফ এবং মালিক পক্ষের পরিবারসমূহ। দুদিন ব্যাপি চললো পুজো দেওয়ার পর্ব এরই সঙ্গে ছিল অন্নকূটের আয়োজন।
গত ২০১৮ সালে পথ চলা শুরু হয়েছিল শালবনি জিন্দালের JSW সিমেন্ট লিমিটেডের।ইতিমধ্যে এই ২০২৪ সাল মোট চার বছরে ৮০০ কর্মী নিয়ে এই কোম্পানি মাসে আড়াই লক্ষ টন সিমেন্ট উৎপাদন করে চলছে।এরই পাশাপাশি এখানে বসবাসকারী প্রায় সমস্ত কর্মীর পরিবার মিলিয়ে মা ভবতারিণী পুজোর উৎসবে মেতেছে।মূলত এই সময়ে এই দক্ষিণা কালীর আরেকটি রূপ মা ভবতারিণী হিসেবে পূজিত হন এই মন্দিরে।প্রায় একশ ফুটের সুউচ্চ মন্দিরে পুজো দিতে হাজির হয়েছে ভক্তরা।গত দুদিন ধরে চলছে এই পুজো পার্বণের রীতিনীতি।এদিন ফলমূল, সন্দেশ,নৈবেদ্য সহকারে ভক্তি ভরে পূজো দিলেন এই খানের ভক্তরা।পূজা অর্চনা চলল সারাদিন ব্যাপী।এরই পাশাপাশি ছিল অন্নকূটের আয়োজন।যেখানে একসঙ্গে বসে খেলেন কর্মী এবং মালিক পক্ষ।
প্রসঙ্গত উল্লেখ্য,২০১৮ সালের ১৫ জানুয়ারি মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছিল পথ চলা জিন্দালদের এই প্রকল্পের।বছরে প্রায় ৩.৬ এমটিপি উৎপাদনকারী এই ইন্ডাস্ট্রিয়াল রীতিমত কর্মসংস্থান দিয়ে আসছে পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের বেকার যুবকদের।প্রায় ৪৪৬০ একর জুড়ে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সিমেন্ট প্ল্যান্ট ছাড়াও রয়েছে পাওয়ার প্ল্যান্ট,ফুটবল একাডেমি এবং এলাকার মানুষদের সুবিধার্থে ফ্রুট ফার্মিং প্রজেক্ট। এছাড়াও নতুন করে পেন্টস,কাটার স্টিল এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভাবনা-চিন্তা করছে এই মালিক কর্তৃপক্ষ।যাতে নতুন নতুন যেমন ইন্ডাস্ট্রি হবে সেই সঙ্গে কর্মসংস্থান হবে জেলায়।
এ বিষয়ে JSW সিমেন্ট লিমিটেডের কর্ণধার দিব্যেন্দু মুখার্জি বলেন,”দু’বছর আগে তৈরি হয়েছে এই টেরা কোটার এই এত সুন্দর মন্দির।যেখানে বছরে দুবার বড় অনুষ্ঠান হয়।এখানে মোট ৮০ টি পরিবার রয়েছে তাদের ছেলে-মেয়ে সহ এই মন্দিরে তারা পুজো দিতে আসে।এই দুদিন আমরা পূজো নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। আমরা পুজো শেষে সবাই একসঙ্গে অন্নকূট গ্রহণ করি এই পূজা উপলক্ষে।