নিজস্ব প্রতিনিধি,দাঁতন:
ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন দাঁতনের মাল যমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠে। ডেঙ্গু সচেতনতার পাশাপাশি চোখ পরীক্ষা করা হয় ছাত্রছাত্রীদের।এর সঙ্গে যাদের চশমা লাগবে সেই চশমার ব্যবস্থা করা হয়।মূলত চার দিন ধরে চলেছে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির।
দাঁতনের মাল যমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে দাঁতন হাসপাতালের সহযোগিতায় চারদিন ব্যাপী স্বাস্থ্য পরীক্ষা শিবির সম্পন্ন হল বৃহস্পতিবার।এই শিবিরে এই দিন উপস্থিত ছিলেন দাঁতন হাসপাতালের চিকিৎসক ডাঃ বর্ষা পন্ডা ও হাসপাতালের স্টাফ।এছাড়াও প্রধান শিক্ষক ড. সৌমেন বাগ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।শেষ দিনে ছাত্র-ছাত্রীদের নিয়ে ডেঙ্গু নিয়ে সচেতনতা শিবিরও অনুষ্ঠিত হয়।বিদ্যালয়-এর সমস্ত ছাত্রছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।যাদের চোখের সমস্যা আছে তাদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হবে বলেও বলা হয়।যাদের শারীরিক অন্য কোনো সমস্যা আছে তাদেরকে বিনামূল্যে কিভাবে পরবর্তী চিকিৎসা করা হবে তার পরামর্শ দেওয়া হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সৌমেন বাগ বলেন,”বিদ্যালয়ে সারা বছর ধরে উন্নত পাঠদানের পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সহ পাঠক্রমিক কার্যাবলীর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজও বিদ্যালয়ের উদ্যোগে হয়ে থাকে।ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাও বছরে দুবার হয়।
যদি কোনো ছাত্রছাত্রীর শারীরিক কোনো সমস্যা থাকে তা পরীক্ষা করে তাকে সম্পূর্ণ সুস্থতার লক্ষ্যেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন। বর্তমানে চারিদিকে যেভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে সে কারণেই স্বাস্থ্য শিবিরের শেষে ডেঙ্গু নিয়ে সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়েছে।