নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
একসময় ছিল টেলিগ্রাম ছিল পোস্টাল বক্স যাতে দূরবর্তী আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের মাধ্যম বহন করতো চিঠি।এছাড়াও ছিল গ্রামোফোন,রেকর্ডার,ক্যাসেট সহ তৎকালীন সমাজের বিনোদন ও যোগাযোগের মাধ্যম।যা বর্তমান প্রজন্ম জানে,তারা হয়তো কখনো ভেবেই দেখেনি।
যেভাবে অ্যান্ড্রয়েডের যুগে ফাইভ জী র রমরমা আর সেখানে ইন্সটাগ্রাম হোয়াটসঅ্যাপ,ফেসবুক সহ ওটিটি প্লাটফর্মের দাপাদাপি।যার ফলে হারিয়েছে সেইসব নস্টালজিক জিনিসপত্র।আর সেই হারিয়ে যাওয়া স্মৃতি মধুর বিনোদন এবং যোগাযোগের মাধ্যমকে তুলে ধরেছে মেদিনীপুরের সংযুক্ত পল্লী। ৭২ বছরের পুজোর এ বছরের বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা।এইদিন সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে পূজোর যাবতীয় তথ্য তুলে দিলেন সংবাদমাধ্যমের কাছে পুজো উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি শান্তনু চক্রবর্তী,তাপস সিনহা সহ বিশিষ্ট কর্মকর্তাগণ।