BirthDay Celebration: কাউন্সিলারের সচেতনতার বার্তা!গাছ লাগানো এবং বৃদ্ধাশ্রমে নতুন কাপড় দিয়ে মেয়ের জন্মদিন পালন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

আর দশটা পরিবারের মতন হই হুল্লোড় আমোদ প্রমোদের মধ্য দিয়ে নয় বরং গাছ লাগিয়ে এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের নতুন বস্ত্র দিয়ে জন্মদিন পালন কাউন্সিলর কন্যার।শেষে পাত পেড়ে খাওয়া-দাওয়ার আয়োজন পরিবার থেকে বিচ্ছিন্ন বৃদ্ধ বৃদ্ধাদের।দুহাত ভরে আশীর্বাদ পেলো চার বছরের ছোট অর্না। কাউন্সিলর বললেন মানুষের মতন মানুষ করতে চাই মেয়েকে।

অর্নার জন্মদিন পালন

গুটিগুটি পায়ে চার বছরে পড়লো অর্না বসুর।আর এই জন্মদিন কে বিশেষভাবে পালন করল তার বাবা-মা।মূলত মেদিনীপুর পৌরসভার নয় নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং সিআইসি রয়েছেন কর্ণেল গোলার বাসিন্দা সৌরভ বসু ওরফে বিপ্লব বসুর।এই সৌরভ বসু এবং রিঙ্কু মন্ডল বসুর মেয়ে অর্না বসু।গত চার বছর আগে আজকের দিনে জন্মগ্রহণ করেছিল।এই ছোট্ট শিশু আস্তে আস্তে বড় হয়েছে ইতিমধ্যে এ বছর তার চার বছরে পদার্পণ করলো।তাই তার জন্মদিন কে আর দশটা পরিবারের মতন পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে পালন না করে বরং গাছ লাগানো এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে পালন করলো এই কাউন্সিলর।এদিন সকালবেলায় প্রথমে স্থানীয় রামকৃষ্ণ নগর পার্কে গাছ লাগানোর কাজ শুরু করেন মেয়েকে নিয়ে।এই পার্কে একাধিক বৃক্ষরোপন করা হয়।এরপরই দুপুর নাগাদ তাকে নিয়ে চলে আসা হয় মেদিনীপুর পৌরসভার বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে গড়ে ওঠা ‘আশ্রয়’ নামক আবাসিক সেন্টারে।সেখানে পরিবার থেকে বঞ্চিত বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে তুলে দেন নতুন বস্ত্র।পুরুষদের যেমন গেঞ্জি লুঙ্গির ব্যবস্থা ছিল,ঠিক তেমনি মহিলাদের ক্ষেত্রে ছিল নতুন শাড়ির ব্যবস্থা।

এরপর মেয়ের জন্মদিন উপলক্ষে তাদের পাত পেড়ে খাওয়ান কাউন্সিলর সৌরভ বসু।এইদিন দু হাত তুলে কাউন্সিলরের মেয়েকে আশীর্বাদ করেন এই আবাসিকরা।যদিও এই তারই পরিপ্রেক্ষিতে ছোট্ট অর্না ধন্যবাদ জানান এই আবাসিকদের।

এ বিষয়ে কাউন্সিলার সৌরভ বসু বলেন,”আজকের দিনে মানবিকতা এবং সচেতনতা খুবই প্রয়োজন।আমি চাই আমার মেয়ে আর দশটা বাচ্চাদের মতন মানুষের মত মানুষ হোক।আর তাই তার জন্মদিন কে বিশেষভাবে পালন করার উদ্দেশ্যে এই উদ্যোগ।আজকে আমার মেয়ে শুধু নিজের মা বাবার আশীর্বাদ পেতে তা নয় এই হাজার হাজার মানুষ যারা পরিবার থেকে বঞ্চিত তাদের আশীর্বাদ নিয়ে বড় হতে চাইছে।তাই তাদের আশীর্বাদ নেওয়ার জন্যই এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in