State Swimming Champion:রাজ্য সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় অধিকার করে নাম উজ্জ্বল করলো DAV র ছাত্র সৌম্যরূপ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এবার সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে মেদিনীপুর শহর জেলার সঙ্গে স্কুলের নাম উজ্জ্বল করলো কুইকোটার বাসিন্দা সৌম্যরূপ।রাজ্য চ্যাম্পিয়ন হয়ে এবার সে জাতীয় স্তরে উড়িষ্যার ভুবনেশ্বরে অংশ নিতে চলেছে।তার এই সাফল্যে খুশি বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা বন্ধু বান্ধব সহ পরিবারের লোকজন।

ফের মেদিনীপুরের নাম উজ্জ্বল হল,এবার সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে এই নাম উজ্জ্বল করলো সৌম্যরূপ।প্রসঙ্গত বেঙ্গল অমেচার সুইমিং এসোসিয়েশন (BASA)সংগঠনের পরিচালনায় গত18ই জুলাই থেকে 20শে জুলাই রাজ্য সাঁতার (সাব জুনিয়রও জুনিয়র বিভাগের)প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ক্যালকাটা স্পোর্টস এসোসিয়েশন গোল পার্কে।এই প্রতিযোগিতায় অন্যান্য প্রতিযোগীদের পাশাপাশি অংশগ্রহণ করে মেদিনীপুর শহরের ডি এ ভি পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র সৌম্যরূপ দে। এই প্রতিযোগিতায় নেমে সে ১০০ মি ব্যাক স্ট্রোক ও ৫০ মি ব্যাক স্ট্রোকে দ্বিতীয় স্থান অধিকার করে এবং জাতীয় স্তরে খেলার সুযোগ করে নেয়।যদিও অন্যান্য জেলার প্রতিযোগী থাকা সত্ত্বেও মেদিনীপুর জেলা থেকে একমাত্র সৌম্যরূপ এই সুযোগ করতে পেরেছে।আগামী ৬-১০ ই আগস্ট উড়িষ্যার ভুবনেশ্বর শহরে জাতীয় স্তরের এই সাঁতার প্রতিযোগিতা হবে। তাতে অংশ নেবে এই ডিএভি স্কুলের নবম শ্রেণীর ছাত্র সৌম্যরূপ।সৌম্যরূপ এর এই সাফল্যে বিদ্যালয়ের অধ্যক্ষ সহ সকল শিক্ষক শিক্ষিকারা আনন্দিত হয়েছেন।রাজ্যর হয়ে সৌম্যরূপ যাতে আরও ভালো কিছু করতে পারে সেই কামনা করেন তারা।

মূলত সৌম্যরূপ মেদিনীপুর শহরের কুইকোটা এলাকার বাসিন্দা।তার বাবা হলেন সৌমেন্দু দে এবং মা রুপান্নিতা দে।যারা তার সাফল্যে আনন্দিত এবং গর্বিত।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in