Jhargram Court:যেন আস্ত হাইকোর্ট!ঝাড়গ্রামে হাইকোর্টের আদলে কোর্ট

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

কলকাতা হাইকোর্টের আদলে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় নব নির্মিত ছয় তলার জেলা আদালত ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলা আদালত থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা করা হয়।এই পদযাত্রায় অংশগ্রহণ করে ঝাড়গ্রাম জেলা আদালতের বিচারক,আইনজীবী আদালতের কর্মী এবং মুহুরীরা।

ঝাড়গ্রাম কোর্ট উদ্বোধন

মূলত এইদিন বর্ণাঢ্য পদযাত্রার পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত জেলা আদালতের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রচার বিচারপতি টি এস শিবাংনাম।এছাড়াও ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন রাজ্য লিগাল সার্ভিস অথরিটি চেয়ারম্যান বিচারপতি আই পি মুখার্জী,ঝাড়গ্রাম জেলার জোনাল জজ অনিরুদ্ধ রায়,রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর ঝাড়গ্রামে প্রদীপ প্রজ্জ্বলন করেন ঝাড়গ্রামের জেলা বিচারক সহ মঞ্চে উপস্থিত বিচারকও আইনজীবীরা।নব নির্মিত জেলা আদালতের পাশাপাশি উদ্বোধন করা হয় ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নতুন ভবন, ঝাড়গ্রাম জেলা বিচারকের বাংলো এবং বিচারকদের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে।জেলা আদালতের নতুন ভবনের উদ্বোধনের পর আজ থেকেই নতুন ভবনে বিচার প্রক্রিয়া শুরু হয়।প্রসঙ্গত,প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন জেলা আদালতে রয়েছে ১৭ টি কোর্টের কক্ষ,ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ারও ব্যবস্থা,রয়েছে সিবিআই আদালত।রয়েছে ৭টি লিফট এবং পুরো আদালতেই এসির ব্যবস্থা তার পাশাপাশি পুরো আদালতকে মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরার আওতায়।

এই ছ’তলা বিশিষ্ট জেলা আদালতে থাকছে ১৭ টি কোর্ট এর ব্যবস্থা,জিআরও অফিস,এপিপি অফিস,পিপি অফিস,জিপি অফিস,ঝাড়গ্রামের দুটি বার এসোসিয়েশনের জন্য দুটি কক্ষ,প্রতি তলায় রয়েছে বড় বড় দুটি বাথরুম সাথে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা, দুটি কনফারেন্স রুম এবং মাতৃদুগ্ধ পানের ঘর।জেলা আদালতে প্রবেশের জন্য রয়েছে পাঁচটি প্রবেশদ্বার।তার মধ্যে তিনটি প্রবেশদ্বার সাধারণ মানুষের জন্য,একটি প্রবেশদ্বার বিচারকদের এবং আরেকটি প্রবেশদ্বার আসামীদের জন্য।দোতলা বিশিষ্ট আদালতে ওঠানামার জন্য সিড়ির পাশাপাশি রয়েছে সাতটি লিফট।ঝাড়গ্রাম জেলায় বর্তমানে আটটি কোর্ট রয়েছে।কিন্তু নতুন জেলা আদালতের বিল্ডিং এ ১৭টি কোর্টের ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ন’টি কোর্টের পক্ষ নির্মাণ করা হয়েছে।প্রতিটি কক্ষেই ভিডিও কনফারেন্সের ব্যবস্থা রয়েছে।জানা গিয়েছে,জেলা জজের আদালত থাকছে একটি, অতিরিক্ত জেলা জজের আদালত থাকছে ৫ টি , সিজেএম আদালত একটি,এসিজেএম একটি আদালত ,জেএম এর তিনটি আদালত,জুনিয়ার জজ সিভিল ২ টি , সিনিয়ার জজ সিভিল ২ টি আদালত রয়েছে।

এছাড়াও থাকছে সিবিআই আদালত এবং কমার্শিয়াল আদালত ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in