Medinipur House Broken:প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি!খতিয়ে দেখছে পৌরসভা ও প্রশাসন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

তীব্র বর্ষণ চলছে এখন গোটা রাজ্যের সঙ্গে মেদিনীপুর জেলা জুড়ে।আর সেই টানা বর্ষণে এবার ক্ষতিগ্রস্ত হলো মেদিনীপুর শহরের খাপ্রেল বাজারে একটি বৃহৎ বাড়ি।এদিন এই বাড়ির একটি অংশ ধসে পড়ে।যা নিয়ে আতঙ্ক ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়।যদি এই ঘটনার পরেই পরিদর্শনে ছুটে আছেন এলাকার কাউন্সিলর, প্রশাসনিক আধিকারিকারা।

মেদিনীপুরে বাড়ি ধস

বৃষ্টির পরই ভেঙে পড়ল পরিত্যক্ত পুরানো বাড়ি।চাঞ্চল্য এলাকায়।ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পুরসভার অন্তর্গত ৭ নং ওয়ার্ডের খাপ্রেল বাজার এলাকায়।এলাকারই অনির্বাণ ব্যানার্জী নামে এক ব্যক্তির দীর্ঘদিনের পরিত্যক্ত বাড়ি ছিল এলাকায়।বুধবার সকালে প্রবল বৃষ্টির পর হঠাৎই রাস্তার উপর ভেঙে পড়ে বাড়ির একাংশ।বাকি বাড়িটিও রয়েছে বিপজ্জনক অবস্থায়।পুরো বাড়িটি ভেঙে ফেলার ব্যবস্থা করার কথা জানিয়েছেন বাড়ি মালিক।এরপর ঘটনাস্থলে পৌঁছায় এলাকার কাউন্সিলার সীমা ভকত ও কোতোয়ালী থানার পুলিশ।যদিও এ ঘটনায় বাড়ির মালিকের উপরেই দায় চাপিয়েছে এলাকার কাউন্সিলর। তিনি এলাকা পরিদর্শন করে ভগ্ন বাড়িতে খতিয়ে দেখে বলেন এলাকায় মশা উৎপাতের সঙ্গে নোংরা আবর্জনা পরিপূর্ণ করার জন্য বাড়ির মালিক ই দায়ী।

এই নিয়ে অনেকবার উনাকে বলা হয়েছিল।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in