নিজস্ব প্রতিনিধি,গড়বেতা:
শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে গড়বেতার শিলাবতী নদীতে জল তুলতে গিয়ে তলিয়ে যায় এক কিশোর।পরে সারাদিন ধরে খোঁজাখুঁজি করেও উদ্ধার হয়নি এ কিশোরের দেহ।অবশেষে সকাল হতে জোর তৎপরতা লাগালে উদ্ধার হয় নিথর দেহ,যা নিয়ে এলাকায় শোকের ছায়া।
শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে নদীতে জল তুলতে গিয়ে তলিয়ে গেল এক এক কিশোর।এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায়।স্থানীয় সূত্রে জানা যায় এই দিন গড়বেতা শহরের গনগনির শিলাবতী নদীতে জল তুলতে গিয়েছিল চারজন কিশোর।এরপরই জলে নামলে পা হড়কে চারজনই জলে তলিয়ে যায়।এরপর স্থানীয়দের তৎপরতায় তিনজনকে উদ্ধার করতে পারলেও একজন নিখোঁজ ছিল।ওই নিখোঁজ কিশোরের নাম আমন কুমার প্রসাদ,বয়স আনুমানিক ১১ বছর।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় গড়বেতা থানার পুলিশ।পাশাপাশি উদ্ধার কার্যের জন্য নামানো হয় ডুবুরি।অন্যদিকে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। যদিও রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও আমন কুমারের দেহ উদ্ধার করতে পারেনি ডুবুরিরা।তবে এইদিন সকাল হতে অবশেষে তার খোঁজাখুঁজি করে তার দেহ উদ্ধার করা হয়। যা নিয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এই ঘটনায় ভাই কে হারিয়ে দাদা আকাশ প্রসাদ বলে, গতকাল আমরা চার বন্ধু বান্ধব বেরিয়েছিলাম বাবা শিবের মাথায় জল ঢালতে শিলাবতি নদীতে জল সংগ্রহ করতে।কিন্তু নদীতে নামার পরেই পা হড়কে দাদা গভীর জল ডুবে যায়।পরে আরো কিছু ছেলে জল সংগ্রহ করতে নামলে তারা আমাদের সবাই কে টেনে উদ্ধার করে কিন্তু আমার দাদাকে পাওয়া যায়নি।সারারাত ধরে ডুবুরিরা অনেক চেষ্টা করেছে কিন্তু পাওয়া যায়নি।আজ সকাল হতে তার দেহ উদ্ধার করে।
যদিও এই ঘটনায় শিলাবতী নদীতে নামার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে পুলিশ প্রশাসন।