Tmc Michil:জেলায় পাল্টা মিছিল শাসক দলের!7 দিনের মধ্যে ফাঁসির দাবি নেতৃত্বদের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

আরজিকরে পড়ুয়া ডাক্তারের মৃত্যুর ঘটনায় এবার পাল্টা মিছিলের নামলো তৃণমূল।এইদিন জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বড় মাপের মিছিলের আয়োজন করা হয়।যেখান থেকে অভিযুক্তকে সাত দিনের মধ্যে ফাঁসির দাবি তোলা হয়। নেতৃত্ব দেন জেলা সভাপতি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা পরিষদের সভাধিপতি,বিধায়করা।

পাল্টা মিছিলে শাসকদল

আর জি করে চিকিৎসক মৃত্যুর ঘটনার প্রতিবাদে পাল্টা মিছিলে নামলো তৃণমূল কংগ্রেস।শনিবার বিকেল চারটে নাগাদ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির থেকে প্রতিবাদ মিছিল বের করে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন জেলা সভাপতি সুজয় হাজরা।এই মিছিলে পা মেলান বিধায়ক দিনেন রায়,জিলা পরিষদ সভাধিপতি প্রতিভা মাইতি, কাউন্সিলার মৌ রায় সহ সকল তৃণমূল কাউন্সিলররা।ছিলেন শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব,কাউন্সিলর মৌসুমী হাজরা,মৌ রায়,সৌরভ বসু,সীমা ভকত,গোপাল সাহা সহ কয়েক শতাধিক কর্মী।বিদ্যাসাগর হল থেকে মিছিলটি বের হয় যা গান্ধী স্ট্যাচু,পঞ্চুর চক,বটতলা চক পরিক্রমা করে।এই মিছিল থেকে আর জি কর ঘটনায় জড়িত দোষীর ফাঁসির দাবি তোলা হয়।পাশাপাশি সাত দিনের মধ্যে যাতে সিবিআই সঠিক দোষীকে শনাক্ত করে সেই দাবিও তোলা হয় এই প্রতিবাদ মিছিল থেকে।

এদিন সুজয় হাজরা বলেন মাকুদের অর্থাৎ রাম বামের যে অশান্ত করার চেষ্টা করছে গোটা রাজ্য জুড়ে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in