Money Help:অসহায় তিন পড়ুয়ার জন্য প্রায় দেড় লক্ষ টাকা সাহায্য ছাত্রসমাজের! অনলাইন ও অফলাইনে এই টাকা সংগ্রহ করা হয়

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুরের অসহায় তিন পড়ুয়ার পাশে দাঁড়ালো এবার মেদিনীপুর ছাত্রসমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।মারণ রোগে আক্রান্ত এই তিন পড়ুয়ার জন্য মানুষের কাছে গিয়ে অর্থ সংগ্রহ এরই সঙ্গে অনলাইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে প্রায় দেড় লক্ষ টাকা তুলে দিল এই সংগঠন।মানুষের সাহায্যের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান এই সমাজের।

অসহায় তিনজন শিক্ষার্থীর চিকিৎসার জন্যে সাহায্যের আবেদনে সাড়া দিয়ে সাহায্য তুলে দিল মেদিনীপুর ছাত্রসমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এইদিন মেদিনীপুর শহরের অশোক নগর রেনেশাঁস ক্লাব প্রাঙ্গণের সামনে অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সাহায্য তুলে দেওয়া হয়।এই আক্রান্ত পড়ুয়ারা হলেন মেদিনীপুর নিবাসী,কেরাটোকোনাস আক্রান্ত দ্বাদশ শ্রেণীর হিমিকা ভট্টাচার্য্য,খড়গপুর নিবাসী রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী কর্নিয়ার জটিল সমস্যায় আক্রান্ত অঙ্কিতা সিং এবং পশ্চিম মেদিনীপুরের শিরোমণি গ্ৰাম পঞ্চায়েত নিবাসী, তাসারারা সিধু-কানহু প্রাথমিক বিদ্যালয়ের ব্রেন টিউমার আক্রান্ত আট বছরের ছাত্র সারজম মুর্মু।মূলত তাদের চিকিৎসার আবেদনে সাড়া দিয়ে তিন দিন মেদিনীপুরের রাজপথে নেমে ও অনলাইন ব্যবস্থার মাধ্যমে সংগৃহীত মোট এক লক্ষ আটত্রিশ হাজার তিনশত তিনটাকা। তুলে দেওয়া হয়।যদিও এই টাকা ভাগ করে তিনটি পরিবারের হাতে তুলে দিল মেদিনীপুর ছাত্রসমাজ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট সাংবাদিক কুমারেশ ঘোষ,প্রাক্তন প্রধান শিক্ষিকা ও লেখিকা নুপুর ঘোষ,অশোকনগর রেনেশাঁস ক্লাবের সভাপতি প্রণব দুবে,সম্পাদক সুব্রত রায়,ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহ-সভাপতি অসীম ধর,শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত ও নয়ন পত্রিকার সম্পাদক শ্রীবিদ্যুৎ পাল মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী ঝরনা আচার্য,চন্দন রায় সহ অন্যান্যরা।

মেদিনীপুর ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণ গোপাল চক্রবর্ত্তী বলেন “বিগত দিনগুলির ন্যায় অসহায় পরিবারের আবেদনে সাড়া দিয়ে আমরা এই বারেও যৎসামান্য অর্থ ওদের হাতে তুলে দিলাম।মানুষের জন্যে আমাদের এই লড়াই চলবে।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in