নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুরে সকল ছোট-বড় ক্ষুদ্র ব্যবসায়ীদের সঠিক কোয়ালিটি মেন্টেন্স এবং কম কস্ট অফ প্রোডাকশন কিভাবে করা যাবে তা নিয়ে এ আলোচনা চক্রে অনুষ্ঠিত হলো এ দিন মেদিনীপুরের একটি হোটেলে।উদ্যোক্তা ছিল দুর্গাপুর MSME devlopment and facilitation অফিস সেই সঙ্গে এই আলোচনা চক্রে উদ্যোগী হয়ে ছিল কনফেডারেশন অফ পূর্ব এন্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
MSME র কোয়ালিটি মেইন্টেইন এবং কস্ট অফ প্রোডাকশনের মেনটেনেন্স এর জন্য এক আলোচনা চক্র অনুষ্ঠিত হলো মেদিনীপুরে।উদ্যোক্তা ছিল দুর্গাপুর MSME devlopment and facilitation অফিস সেই সঙ্গে এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন কনফেডারেশন অফ পূর্ব এন্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।মূলত এদিন মেদিনীপুরের যারা MSME ইসদস্য তাদের নিয়েই এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।তাদের বেশ কিছু সমস্যা তার সমাধান সেই সঙ্গে ব্যবসার উন্নতি কিভাবে করা যাবে তা নিয়েই আলোচনা করেন বিশেষ অতিথি বৃন্দ। উপস্থিত হয়েছিল মেদিনীপুর শহর ও জেলার শতাধিক MSME র সদস্য।এদিন এই আলোচনা চক্রে ছিলেন পীযূষ কান্তি সাউ,সন্দীপ কুমার ভট্টাচার্য,ডি সরকার,DD মহাপাত্র, রাজশ্রী মাঝি,প্রসুন কুমার ঘোষ, তাপস রায় প্রমুখ। উপস্থিত ছিলেন কনফেডারেশন অফ পূর্ব এন্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্পাদক চন্দন রায়,এডি বর্মন,অসীম কাইতি সহ অন্যান্যরা।এদিন দুর্গাপুরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজশ্রী মাঝি বক্তব্য রাখেন MSME র সদস্যদের উদ্দেশ্যে