Medinipur Protest: ফুটবল মাঠে অভিনব প্রতিবাদ!জাস্টিস ফর আরজি কর জার্সি গায়ে মেদিনীপুর মহামেডান

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

গতকাল মেদিনীপুর লীগের দ্বিতীয় ডিভিশন এর গুরুত্বপূর্ণ ম্যাচে অরবিন্দ স্টেডিয়ামে খেলতে নামে শহর তথা জেলার অত্যন্ত পরিচিত ফুটবল ক্লাব মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব।প্রতিপক্ষ ছিল বিজয় একাদশ।

মূলত এই ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।শুরু থেকেই টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলতে থাকে ম্যাচ।ম্যাচের ঠিক তখন ১১ মিনিট,দুর্দান্ত একটি গোল করে মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব।মেদিনীপুর কে এগিয়ে দিলেন দলের ৪ নং জার্সি ধারী ফুটবলার শেখ মুস্তাকিন।প্রথম গোলটি করার পর পুরো দল ছুটে এলো রিজার্ভ বেঞ্চ এর সামনে সাইড লাইনের ধারে তখন দাঁড়িয়ে দলের প্রধান কোচ সোমনাথ সাহা।ক্লাবের সেক্রেটারি সেক আজহার উদ্দিন,ফাইন্যান্স সেক্রেটারি সেক আরমানরা।প্রধান কোচ সোমনাথ সাহা ক্লাবের একটি জার্সি বাড়িয়ে দেন গোলদাতা মুস্তাক সহ বাকি ফুটবলারদের হাতে।যাতে লেখা ছিল Justice For R.G Kar। সেই জার্সি পড়েই এইদিন ফুটবল খেলেন ফুটবলাররা। প্রথম গোল এর পরে কোনও সেলিব্রেশন না করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী JusticeForR.G KAR লেখা জার্সি পরে সাইড লাইনের ধারে এসে মেদিনীপুর মহামেডান এর সমস্ত ফুটবলারদের অভিনব প্রতিবাদ দেখায়।শেষ পর্যন্ত এই ম্যাচ ২-১ গোলে জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি লীগ এর কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো মেদিনীপুরের সাদা কালো ব্রিগেড।

এই অভিনব প্রতিবাদ প্রসঙ্গে ক্লাবের সেক্রেটারি সেক আজহার উদ্দিন ও ফাইন্যান্স সেক্রেটারি সেক আরমান বলেন-“ইতিমধ্যে কলকাতা থেকে শুরু করে সারা বাংলায় তিন প্রধানের সমর্থকরা বিভিন্ন ভাবে প্রতিবাদে সামিল হয়েছেন।আমরা আজ ভিন্নভাবে ফুটবল মাঠে প্রতিবাদ করতে চেয়েছিলাম,তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস”।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in