নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
শিক্ষক দিবসের দিন এবার প্রতিবাদী পদযাত্রায় নামলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।এদিন তাদের মিছিলে যোগদান করেন প্রাক্তনী বর্তমান পড়ুয়া সহ শিক্ষক-শিক্ষিকারা।প্ল্যাকার্ড,ফেস্টুন,ব্যানার নিয়ে দীর্ঘ পদযাত্রায় শামিল হল তারা।মিছিল থেকে স্লোগান একটাই ওঠে “বিচার চাই”।
“আমার ক্যাম্পাস আমার ঘর,আর হবে না আর জি কর” স্লোগান তুলে শিক্ষক দিবসের দিনই পথে নামল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ভুটা)।মূলত আর জি কর কাণ্ডে প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে এদিন দুপুরে একটি ‘প্রতিবাদী মিছিল’-র আয়োজন করা হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বা ভুটা’র উদ্যোগে।যেখানে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেই পা মেলান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী,শিক্ষাকর্মী এবং প্রাক্তনীরাও।এই মিছিল থেকে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং সুবিচারের দাবি ছাড়াও স্লোগান তোলা হয় “আমার ক্যাম্পাস আমার ঘর,আর হবে না আর জি কর!” এইদিন বেলা ১২টা নাগাদ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই সুবিশাল প্রতিবাদী মিছিলের সূচনা হয়।কয়েক কিলোমিটার পথ হেঁটে তা মেদিনীপুর শহর পরিক্রমা করে এবং পুনরায় বেলা ২ টো নাগাদ পৌঁছয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।সেখানেও নৃশংস ও পাশবিক এই হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগানের ঝড় ওঠে