নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেদিনীপুর শহরের কলেজিয়েট বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ)পশ্চিম মেদিনীপুর জেলা শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।এদিনের প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়ালতোড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড.হরিহর ভৌমিক।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক জগন্নাথ খান।
মূলত এই উদ্বোধনী অনুষ্ঠানে এইদিন সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মৃনাল কান্তি নন্দ।প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ,প্রাক্তন রাজ্য নেতৃত্ব সুবীর সিনহা সহ সংগঠনের জেলাও বিভিন্ন মহকুমা নেতৃবৃন্দ।
জেলার তিনটি মহকুমা শাখায সফল তিন শতাধিক ছাত্র-ছাত্রী এদিন প্রতিযোগী হিসেবে এদিনের প্রতিযোগিতার শ্রেণী ভিত্তিক চারটি বিভাগে প্রায় ৩০ টি ইভেন্ট অংশ নেয়।বাংলা,হিন্দি,সাঁওতালি ,উর্দু ভাষায় আবৃত্তি,বাংলা, সাঁওতালি নেপালী,ভাওইয়া সঙ্গীত, সমবেত সঙ্গীত,প্রবন্ধ রচনা,বসে আঁকো,নৃত্য,তাৎক্ষণিক বক্তৃতা সহ বিভিন্ন বিষয় প্রতিযোগিতা হয়।সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।জেলার প্রথম স্থানাধিকারীরা আগামী ২৯ শে সেপ্টেম্বর হুগলি জেলার শেওড়া ফুলিতে অনুষ্ঠিতব্য রাজ্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেবে।প্রতিযোগী,অভিভাবক অভিভাবিকা,শিক্ষক-শিক্ষিকা,সংগঠক ও বিচারক বৃন্দ মিলিয়ে প্রায় সাত শতাধিক সংস্কৃতি প্রেমী ব্যাক্তি এদিনের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।
প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় জন্য এবিটিএ-এর জেলা সম্পাদক জগন্নাথ খান বিদ্যালয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।