নিজস্ব প্রতিনিধি,চুয়াডাঙ্গা:
৪৫ বেঙ্গল ব্যাটেলিয়ানের অন্তর্গত এনসিসি ট্রুপের স্বচ্ছতা দিবস পালন।এইদিন মেদিনীপুর সদরের বিদ্যালয় চুয়াডাঙ্গা হাইস্কুলে এক কর্মসূচির মধ্যে দিয়ে ছবি আঁকা,পোস্টার বানানো, মডেল বানানোতে অংশগ্রহণ করে।কর্মসূচির মূল থিম ছিলো ‘বর্জ্য থেকে নতুন জিনিস উদ্ভাবন’।প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পি আই স্টাফ ভুবনজী ও বিদ্যালয়ের এ এন ও শিক্ষক অলকেশ মাইতি।
স্বচ্ছ ভারত অভিযানের দ্বিতীয় দফা কার্যক্রম অনুসারে মেদিনীপুর সদরের বিদ্যালয় চুয়াডাঙ্গা হাইস্কুলের এনসিসি ক্যাডেটরা সম্পূর্ণ স্বচ্ছতা দিবস পালন করল।এই কর্মসূচির মূল থিম ছিলো ‘বর্জ্য থেকে নতুন জিনিস উদ্ভাবন’।এই বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে ক্যাডেটদের নিয়ে।এই প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা হাই স্কুলের এনসিসির ক্যাডেটরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। তারা ছবি আঁকা,পোস্টার বানানো, মডেল বানানো ইত্যাদি কার্যকলাপে অংশগ্রহণ করে।মূলত ৪৫ বেঙ্গল ব্যাটেলিয়ানের অন্তর্গত এই এনসিসি গ্রুপের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পি আই স্টাফ ভুবনজী ও বিদ্যালয়ের এ এন ও শিক্ষক অলকেশ মাইতি।এই প্রতিযোগিতার প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কে এনসিসি ব্যাটেলিয়ান এর তরফ থেকে পুরস্কৃত করা হয়।
এই কর্মসূচি সুষ্ঠু ভাবে রূপায়িত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে বিদ্যালয়ের পক্ষে ধন্যবাদ জানান প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা ও সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক।