Midnapore College: এবার 4 দফা দাবির ভিত্তিতে আন্দোলনে বসলেন মেদিনীপুর কলেজের SACT টিচাররা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

পুজোর মুখে বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্তিকরন সহ চার দফা দাবিতে আন্দোলনে সামিল হলো মেদিনীপুর কলেজের SACT টিচার ফোরাম।এদিন তারা প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে মাটিতে বসেই স্লোগান দেন।তাদের দাবি অবিলম্বে তাদের বিষয়গুলি নিয়ে সমস্যা সমাধান না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

আন্দোলনে SACT টিচাররা

আন্দোলন যেন পিছু ছাড়ছে না মেদিনীপুরে অটোনমাস কলেজের।ছাত্র-ছাত্রী ও অশিক্ষক কর্মচারীর পর এবার এবার কলেজ ইনচার্জের রুমের বাইরে বসে আন্দোলনে সামিল হলেন মেদিনীপুর কলেজের SACT টিচার ফোরাম।মূলত তাদের দাবি ছিল চার দফা।যে দাবিগুলি হলো প্রত্যেক ডিপার্টমেন্ট বোর্ড অফ স্টাডিজ (BOS) কমিটিতে তাদের শিক্ষক-শিক্ষিকাদের অন্তর্ভুক্তি করন,মেদিনীপুর মহাবিদ্যালয়ের টিচার কাউন্সিল (TC)কমিটিতে অন্তর্ভুক্তিকরণ সেই সঙ্গে কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি বিশেষ করে NAAC, IQAC, কালচারাল ও অ্যান্টি রাগিং কমিটিতে SACT টিচারদের কনভেনর ও জয়েন্ট কনভেনর পদে আসীন করা এবং শেষ দফা ছিল প্রশাসনিক এবং বিভাগীয় উভয় ক্ষেত্রেই SACT টিচারদের সম্মান ও সুরক্ষা নিশ্চিতকরণ।মূলত এই চার দফা দাবির ভিত্তিতে এদিন তারা মেদিনীপুর কলেজের টিচার ইনচার্জের রুমের বাইরে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন।প্রত্যেকের হাতে ছিল প্লাকার্ড, ব্যানার ফেস্টুন তাতে লেখা ছিল তাদের দাবি দাওয়া।এই আন্দোলনে নেতৃত্ব দেন কনভেনার সিদ্ধার্থ শংকর দাস,মৌসুমী মুখার্জী,শাশ্বতী কুন্ডু সহ অন্যান্যরা।

প্রসঙ্গত মেদিনীপুর(অটোনমাস)কলেজে মোট ১০৭ জন SACT টিচার রয়েছে যারা দীর্ঘদিন ধরে চাকরিতে কর্মরত।কিন্তু বর্তমানে তাদের বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত করে রাখা হয়েছে।যদিও তাদের দাবি মেদিনীপুর শহর ও জেলায় যত অটোনমাস কলেজ রয়েছে সব জায়গায় তাদের টিচারদের অন্তর্ভুক্তি করন ঘটিয়ে দেওয়া হয়েছে এ সমস্ত কমিটিতে কিন্তু কেবলমাত্র বাদ রয়েছে মেদিনীপুর কলেজে।পাশাপাশি তারা এও দাবি করেন এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে তত যতক্ষণ না তাদের দাবি মেনে নিচ্ছেন কলেজ কর্তৃপক্ষ।

এই আন্দোলনে শামিল হওয়া শাশ্বতী কুন্ডু বলেন,”মূলত চার দফা দাবিতেই আমাদের আন্দোলন এবং এ আন্দোলন আমাদের চলছে।আমরা চাই অন্যান্য কলেজের মত আমাদের কলেজেও আমাদের সমস্ত কমিটি অন্তর্ভুক্তিকরণ করা হোক।অন্য দিকে মৌসুমী মুখার্জি বলেন,”কেবলমাত্র আমাদেরকেই অন্য চোখে দেখা হয় এই কলেজে বাকি সমস্ত অটোনমাস কলেজে আমাদের ফোরামের সমস্ত সদস্যদের অন্তর্ভুক্তি করেন ঘটিয়ে দেওয়া হয়েছে।কিন্তু কি কারণে এই বৈরতা তা আমরা এখনো বুঝতে পারিনি।আমরা চাই আমাদের সমস্ত কমিটিতে অন্তর্ভুক্তি করুন ঘটিয়ে দিক।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in