নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:
ডেবরার পর এবার ঘাটালে ত্রাণ বিলি করতে এলেন প্রাক্তন আই পি এস অফিসার ভারতী ঘোষ।এদিন তিনি ঘাটালের মনসুকাতে শুকনো খাবারের পাশাপাশি ত্রিপল বিলি করেন।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার সাংসদ অভিনেতা দেবের বিরুদ্ধে কটাক্ষ করেন।তিনি বলেন সংসদে হিন্দি বা ইংরেজিতে দেব কোনদিন প্রশ্ন করেনি ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে।তাছাড়া এখানের মানুষকে তিনি কখনো দেখতেও আসেননি।
এখনো বন্যা দুর্গত ঘাটাল এলাকা।যদিও বর্তমানে ধীরে ধীরে জল নামছে তবে দুর্গতের হাত থেকে রেহাই পায়নি ঘাটালের বিস্তীর্ণ এলাকা সমূহ।বিশেষ করে ঘাটালের মনশুকা এলাকা এখনো বানভাসি মানুষজন।ত্রাণের হাহাকার চলছে।এই অবস্থায় তাদের ত্রান দিতে এলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ।এই দিন তিনি গাড়িতে করে শুকনো খাবার ত্রিপল নিয়ে উপস্থিত হন ঘাটালের মনসুকা এলাকায়।তার শুকনো খাবারের মধ্যে ছিল চিঁড়া,মুড়ি-বিস্কুট,ORS,জলের বোতল এবং চানাচুর সহ অন্যান্য খাবার।এরই সঙ্গে যারা মাথার ছাদ হারিয়েছেন সেইসব দরিদ্র মানুষের জন্য তুলে দেন ত্রিপল। একে একে লাইন দিয়ে প্রায় ৫ শতাধিক মানুষের হাতে এই ত্রাণ ও ত্রিপল তুলে দেওয়া হল।এদিন এই প্রাক্তন আইপিএস অফিসার তার কিছু মানুষজনকে নিয়ে গাড়ি নিয়ে সদলবলে উপস্থিত হয়েছিলেন দুপুর বিকেল নাগাদ।যদিও সন্ধ্যার মধ্যেই তিনি সেসব ত্রাণ এলাকার মানুষের মধ্যে বিলি করেন।এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এলাকার সাংসদ অভিনেতা দেবকে নিয়ে কটাক্ষ করেন।
ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া নিয়ে তার বক্তব্য,”তৃণমূল যখন ক্ষমতায় আসেনি তার আগেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা হয়েছিল।কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঘাটাল মাস্টার প্ল্যান করেনি তেমনি এখানকার সাংসদ বিগত ১০ বছর ধরে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলছে। সংসদে দেবের প্রশ্ন নিয়েও তিনি কটাক্ষ করেন।তিনি বলেন দেব সংসদে আজ পর্যন্ত ইংরেজি বা হিন্দিতে একটাও প্রশ্ন করেনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে।তাছাড়া সংসদে দেবের উপস্থিতির হার কম।এখানকার সাংসদ কেবলমাত্র সিনেমা নিয়ে ব্যস্ত।তিনি ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বলতে গিয়ে বলেন এর আগে আমি মোদীজি কে চিঠি লিখেছি এখানকার সমস্যা এবং ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করা নিয়ে।সেন্টাল প্রস্তুত রয়েছে কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছা নেই।
এরই পাশাপাশি এলাকায় সাংসদের ত্রাণ বিতরণ নিয়ে তিনি বলেন,”দেব নদী পেরোণোর ভয়ে ত্রাণ দিতে আসেনি।এখানকার মানুষদের সে ভুলেই গিয়েছে।