Gangadhar Academy: বেলদা গঙ্গাধর একা ডেমীতে প্রাক্তনী পুনর্মিলন উৎসব উপলক্ষ্যে 32 জনের স্থায়ী প্রাক্তনী সংসদ গঠন

Share

নিজস্ব প্রতিনিধি,বেলদা:

গত রবিবার খড়্গপুর মহকুমায় অবস্থিত অবিভক্ত মেদিনীপুর জেলার শতবর্ষ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বেলদা গঙ্গাধর একাডেমীর স্থায়ী প্রাক্তনী সংসদ গঠিত হল।এই উপলক্ষে বিদ্যালয়ের প্লাটিনাম জুবলী হলে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসবে আয়োজন করা হয়।এদিন বিদ্যালয়ের  প্রাক্তনীদের উপস্থিতিতে ৩২ জনের প্রাক্তনী সমিতি গঠিত হয়।বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র আচার্যকে সভাপতি,বিশিষ্ট প্রাক্তনী মিহির কুমার চন্দকে কার্যকরী সভাপতি,সঞ্জীব জৈনকে সম্পাদক করে ৩২ জনের কার্যকরী কমিটি গঠন করা হয়।

এদিন ১২ জনের উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়েছে।উপস্থিত ছিলেন  বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ননীগোপাল শীট, প্রাক্তন শিক্ষক ইন্দুভূষণ বসু,যুগজিৎ নন্দ,গোপাল মাইতি, শরৎচন্দ্র মাইতি,অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক অতুল চন্দ্র জানা প্রমুখ।বেলদা গঙ্গাধর একাডেমির দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী এদিনের অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তনী সংসদ গঠনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র আচার্য।স্থায়ী প্রাক্তনী সংসদের কার্যকরী কমিটির প্রস্তাব পেশ করেন বিশিষ্ট প্রাক্তনী ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী,সেই প্রস্তাবকে স্বাগত জানান বিদ্যালয়ের বিশিষ্ট প্রাক্তনী ও সদ্য নিযুক্ত পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অনিমেষ দে।পূর্বতন প্রাক্তনী সমিতির কার্যকরী সভাপতি ডাঃ অংশুমান মিশ্র বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানান।

ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিজন ষড়ঙ্গী।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট প্রাক্তনী অখিল বন্ধু মহাপাত্র।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in