Congress Nomination: জোট নয়,এবার একলা চলো’র ডাক!উপনির্বাচনে মনোনয়ন জমা কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ঝড় বৃষ্টি উপেক্ষা করে মনোনয়ন জমার শেষ দিনে মনোনয়ন দাখিল করলেন কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ।মূলত এই দিন তিনি জেলা সভাপতি সমীর রায় সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক নেতৃত্বদের নিয়ে গিয়ে জেলা সদর মহকুমা শাসক তথা নির্বাচনী আধিকারিকের কাছে তার মনোনয়ন তুলে দেন। তবে প্রচারে কোন খামতি থাকছে না,জেতার ব্যাপারে ১০০% সিওর বলেই দাবি কংগ্রেস নেতার।

উপনির্বাচনে এবার “একলা চলো’র ডাক” কংগ্রেসের আর তাতেই সায় দিয়ে অবশেষে মনোনয়ন জমা দিলেন শেষ দিনে কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ।এ রকমই ঘটনা মেদিনীপুর শহরে।মূলত গত লোকসভা নির্বাচন সেই সঙ্গে বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম এবং সংযুক্ত মোর্চা হয়ে লড়াই করেছিল।কিন্তু ভোট ফুরোতেই এবার দুই দল বিচ্ছিন্ন হয়ে যায়।আর তাতেই আলাদা আলাদা মনোনয়ন জমা দিলেন বাম ও কংগ্রেস প্রার্থীরা।গত ২৪ শে অক্টোবর বাম প্রার্থী মনি কুন্তল খামরই তার মনোনয়ন জমা দেন সদর মহকুমা শাসকের অফিসে।

এই দিন ২৫ শে অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ঝড়বৃষ্টি উপেক্ষা করেই মনোনয়ন দাখিল করলেন কংগ্রেস প্রার্থী।যদিও ইতিমধ্যে প্রচার পর্ব শুরু করে দিয়েছে সব পক্ষই। কেউ-ই প্রচারে কোন খামতি রাখতে চাইছেন না।তবে এবারের লড়াই মূলত দুর্নীতি,নৈরাজ্য এবং নারী নির্যাতনের বিরুদ্ধেই বলে মত কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষের।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in