Keshpur flood: রাস্তায় জল জমে পরিণত হয়েছে পুকুরে!রাস্তা না পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা

Share

নিজস্ব প্রতিনিধি,কেশপুর:

গোটা তিন দিন ধরে বৃষ্টির ফলে জলমগ্ন কেশপুরের বিস্তীর্ণ অঞ্চল। গৃহবন্দী প্রায় দেড়শ পরিবার।রাস্তা হারিয়ে যাতায়াতের পথ খুঁজছে তারা। একরাশ ক্ষোভ উগরে দিয়েছে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে।অন্যদিকে রাস্তা পুকুরে পরিণত হওয়ায় জাল ফেলে মাছ ধরতে উদ্যোগী হলো কিছু মানুষ।

এ যেন এক নদী!কোনভাবেই বোঝা যাচ্ছে না এটি যাতায়াতের রাস্তা।শুক্রবার সকাল থেকে শুরু করে রাতভর বৃষ্টির ফলে জলমগ্ন কেশপুর ব্লকের ৩ নম্বর অঞ্চলের গোহড়িয়া গ্রাম।শনিবার বেলা বাড়ার সাথে সাথেই উপর থেকে জল এসে দোনাই নদী ভেসে গিয়ে জলমগ্ন হয়েছে গোটা গ্রাম।গৃহবন্দী রয়েছেন দুটি গ্রাম মিলিয়ে প্রায় দেড়শ এর উপর পরিবার।নিত্য প্রয়োজনীয় জিনিস হোক বা ঔষধ আনতে গেলে যেতে হয় পাঁচখুরি বাজারকে,যা দেড় থেকে ২ কিলোমিটার পথ চলে গিয়েছে জলের তলায়।যাতায়াত করতে অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামের সাধারণ মানুষদের।রীতিমত রাস্তার উপর জাল দিয়ে মাছ ধরতে দেখা যাচ্ছে গ্রামের মানুষদের।

তবে কখন দুর্যোগের এই কালো মেঘ সরে আকাশ পরিষ্কার হয়ে জল নামবে সে দিকেই তাকিয়ে রয়েছে গ্রামের মানুষজন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in