নিজস্ব প্রতিনিধি,ধর্মা:
উপনির্বাচনের আগেই উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর। বিজেপি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় সরগরম মেদিনীপুরের ধর্মা এলাকা।অভিযোগের তীর শাসকদলের দিকে।যদিও অভিযোগ অস্বীকার শাসক দলের।
ঘটনা ক্রমে জানা যায় মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় বিজেপির একটি নির্বাচনী কার্যালয় রয়েছে।এই কার্যালয় থেকে উপনির্বাচনের বিভিন্ন নির্বাচনী প্রচার কার্য চলছিল।বিজেপির অভিযোগ গতকাল রাত্রে তাদের নির্বাচনী কার্যালয়ে তৃণমূলী দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে।অফিস ভেঙ্গে ভিতরে ঢুকে ফ্লেক্স, চেয়ার, ঝান্ডা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ পুড়িয়ে দিয়েছে।এরই পাশাপাশি অফিসার টিভি,ফ্যান চুরি করে নিয়ে গেছে।এই ঘটনায় বিজেপি অভিযোগ করে তাদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত রয়েছে শাসক দল।এরপর সকাল হতে দৌড়ে যান নেতাকর্মীরা।অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনে।
এদিকে এই ঘটনায় এক প্রস্থ পার্টি অফিস পরিদর্শন করেন এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়।তিনি ক্ষোভ উগরে দেন তৃণমূলের বিরুদ্ধে।যদিও অন্যদিকে এ ঘটনা সঙ্গে তৃণমূল কোন ভাবে যুক্ত নয় বলে জানিয়েছে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।তিনি এক বিবৃতিতে বলেন বিজেপির এটা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ,এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই।
যদিও এই ঘটনা খতিয়ে দেখছেন নির্বাচন কমিশন।