নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
পুজোর সময় বাঁদনা পরবে মাতলো জঙ্গল মহলের কুড়মিরা।মূলত কার্তিক মাস পড়লেই ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ জঙ্গল মহলের আদিবাসী মাহাত কুড়মী সম্প্রদায়ের মানুষজন এই উৎসবে মেতে ওঠে।ঘর পরিষ্কারের সঙ্গে গবাদি পশু স্নান করিয়ে শিঙে কচড়া তেল মাখিয়ে তাদের পরিচর্যা করা হয়।গঠপুজো, গোয়ালপুজো,গবাদি পশুগুলিকে বরণ করা হয়।পাশাপাশি গোয়াল ঘরে প্রবেশদ্বারে আল্পনা দেওয়া হয়।
জঙ্গলমহলের আদিবাসী মাহাত কুড়মী সম্প্রদায়ের অন্যতম উৎসব হলো,বাঁদনা পরব।কার্ত্তিক মাস পড়লেই শুরু হয় বিভিন্ন রকম প্রাকৃতিক রং করে বা মাটি লেপে নাতা দিয়ে ঘর পরিষ্কারের পালা।”ঘাওয়া”থেকে”বুড়হি বাঁদনা”পর্যন্ত এই পরব বেশ কয়েকটি নেগ নেগাচারে বিভক্ত।এইদিন গবাদি পশুগুলিকে স্নান করিয়ে শিঙে কচড়া তেল মাখিয়ে তাদের পরিচর্যা করা হয়।গঠপুজো, গোয়ালপুজো,গবাদি পশুগুলিকে বরণ করা হয়।তাদের গোয়াল ঘরে প্রবেশদ্বারে আল্পনা দেওয়া হয়।সব শেষ হল গরু খুঁটানো।তাঁদের বিশ্বাস,এই কয়েক দিন ভগবান শিব মর্তে আসেন গবাদি পশুর পরিদর্শনে।তাই তাঁকে তুষ্ট করতে ও কৃষি কার্যে সহায়তার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে এই উৎসব করা হয়।আর অলসতা ও আড়ষ্টতা কাটাতে তথা হিংস্র পশুর আক্রমণ থেকে দলকে রক্ষা করতে গরু খুঁটানো এক উৎসবের রূপ নিয়েছে।
বংশানুক্রমে এই উৎসব পালন করে আসছে কুড়মিরা।তাদের মতে,এটি যেমন একটি মিথ,তেমনই এর বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে।