নিজস্ব প্রতিনিধি,গোপীবল্লভপুর:
ঝাড়গ্রাম জেলার প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী অনুপম সেনাপতির স্মৃতিতে বিশিষ্ট বস্ত্র বিপণী মৃণালিনী লেডিস এক্সক্লুসিভ শোরুমের পক্ষ থেকে প্রয়াত অনুপম বাবুর স্ত্রী প্রতীক্ষা সেনাপতি,উনার দুই মেয়ে অন্বেষা সেনাপতি এবং প্রেরণা সেনাপতির উদ্যোগে এবং সুবর্ণ রৈখিক পরিবার আমারকার ভাষা আমারকার গর্ব- এর সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের রণবনিয়া গ্রামে ভাইফোঁটার উপহার হিসেবে পঞ্চাশ জন মা-বোনের হাতে তুলে দেওয়া হলো নতুন তাঁতের শাড়ি।
মূলত সুবর্ণ রৈখিক পরিবারের বিশ্বজিৎ পাল,প্রদীপ কুমার মাইতি,সুমন মন্ডলের বিশেষ প্রচেষ্টায় কেশীয়াড়ী ব্লকের সাতদুয়ারী শ্যামাপূজা কমিটির ব্যবস্থাপনায় গোটা কর্মসূচিটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়।অনুপমবাবু একজন মানব দরদী মানুষ ছিলেন,মানুষের যেকোনো বিপদে সে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।তাঁর অকাল প্রয়াণের পর তাঁর অপূর্ন ইচ্ছে গুলোকে পূরণ করার পথ বেছে নিয়েছেন তাঁর স্ত্রী প্ৰিয় প্রতীক্ষা সেনাপতি।এই কর্মসূচি রূপায়ণের জন্য তিনি শান্তনু পালই মারফত সুবর্ণ রৈখিক পরিবারের অন্যতম কর্মকতা বিশ্বজিৎ পালোই কাছে খবর পাঠান। প্রতীক্ষা দেবী ও তাঁর দুই কন্যার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতীক্ষা সেনাপতি,অন্বেষা সেনাপতি, প্রেরণা সেনাপতি, শিক্ষাব্রতী সর্বেশ্বর মহাপাত্র, সুবর্ণ রৈখিক পরিবারের বিশ্বজিৎ পাল,সুমন মন্ডল,প্রদীপ কুমার মাইতি,শান্তনু পালোই,প্রদীপ শাসমল,যীশু সিং,তাপস সাউ,সৌম্যদীপ কর সহ অন্যান্যরা।ছিলেন সাতদুয়ারী পূজা কমিটির কর্মকতাগণ ও সদস্যবৃন্দ।