Avoya Clinic:বিজ্ঞান মঞ্চের ব্যবস্থাপনায় অভয়া ক্লিনিক মেদিনীপুরে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এবার অভয়া ক্লিনিকে এগিয়ে এলো বিজ্ঞান মঞ্চ।মূলত মেদিনীপুরে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও বিজ্ঞান মঞ্চের যৌথ উদ্যোগে এই চিকিৎসা পরিষেবা অনুষ্ঠিত হয়।বিজ্ঞান মঞ্চের জেলা অফিসে চিকিৎসকরা চিকিৎসা করেন এলাকার মানুষদের।এদিন প্রায় শতাধিক রোগী কে দেখেন এই অভয়া ক্লিনিকের চিকিৎসকেরা।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ব্যবস্থাপনায় জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস এর সহযোগিতায় বিন্যামূলে চিকিৎসা শিবির ‘অভয়া ক্লিনিক’ অনুষ্ঠিত হলো।উপস্থিত ডাক্তারবাবুগণ এলাকার ১০২ জন রোগী দেখেন ও রোগীদের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।উপস্থিত জনসাধারণের নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনাচক্র‌ও অনুষ্ঠিত হয়। অধ্যাপক ডা: অমিত রায়,ডা: স্বরুপ সাঁতরা ডা:ইন্দুদীপা সিনহা ও ডা: অমর্ত্য চ্যাট্ট্যার্জি অভয়া ক্লিনিকে উপস্থিত থেকে রোগী দেখেন।অধ্যাপক ডা: অমিত রায় তাঁর বক্তব্যে স্বাস্থ্য ক্ষেত্রে প্রতিটি স্তরে দুর্নীতির কথা উল্লেখ করেন এবং প্রতিবাদ আন্দোলনের কথা বলেন।

বিজ্ঞান মঞ্চের পক্ষে জেলা সংগঠনের পক্ষ থেকে জেলা সম্পাদক ড.সুধাপদ বসু উপস্থিত ডাক্তার বাবুগণ সংগঠনের নেতৃত্ব,ফার্মাসিস্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in