নিজস্ব প্রতিনিধি,মনিদহ:
উপনির্বাচনে এবার তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়।প্রচারের সঙ্গে ইভিএম ডেমো প্রদর্শন করল বিজেপি প্রার্থী।প্রচারের মাঝে সেই ডেমো প্রদর্শন করে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন বিজেপির।
হাতে গোনা আর কয়েকটা দিন এরপরই উপনির্বাচন হবে রাজ্যের আর পাঁচটা বিধানসভার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভার।ইতিমধ্যেই বিধানসভার ভোটের প্রস্তুতি চলছে জোর কদমে।তৃণমূল বিজেপি,সিপিআই এবং সেই সঙ্গে কংগ্রেস সহ আঞ্চলিক দলগুলি প্রচার করছেন জোর কদমে।তবে প্রচারের ক্ষেত্রে খামতি রাখতে চাইছে না প্রধান বিরোধী বিজেপি দল।এদিন প্রচারে মনিদহতে ইভিএমের একটি কৃত্রিম ডেমো নিয়ে যান বিজেপি প্রার্থী শুভজিৎ রায়।সেই ডেমোতে তিনি এলাকার মানুষদেরকে বুঝিয়ে দেন কত নাম্বারে বোতাম টিপে ভোট দিয়ে জেতাতে হবে বিজেপি প্রার্থীকে।যা নিয়ে রীতিমতো উৎসাহ ছিল বিজেপি সমর্থক এবং নেতাকর্মীদের।
প্রসঙ্গত উল্লেখ্য,মেদিনীপুর গত লোকসভা নির্বাচনে বিজেপির জেতা সিট হাতছাড়া হয়।সেখানে মেদিনীপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হন এখানকার বিধায়িকা জুন মালিয়া।ফলে তার সিট ছিল খালি।এই অবস্থায় গোটা দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচনের সঙ্গে উপনির্বাচনে হচ্ছে মেদিনীপুর বিধানসভার।আর সেই উপনির্বাচনে এবারে বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে তৃণমূলের।