Samik Pathsava: এখানের প্রার্থী “তৃণমূল পুলিশ”!মেদিনীপুরে লড়াই বিজেপি বনাম তৃণমূল পুলিশের সঙ্গে!শমিক ভট্টাচার্য

Share

নিজস্ব প্রতিনিধি,রাঙ্গামাটি:

মেদিনীপুর উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের প্রচারে পথসভা করতে মেদিনীপুরে ছুটে এলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য।এইদিন পথসভা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবাস দুর্নীতি,সেইসঙ্গে উপনির্বাচন নিয়ে কটাক্ষ করলেন রাজ্য সরকার ও তৃণমূল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে।তিনি বললেন এখানে বিজেপির লড়াই তৃণমূলের সঙ্গে নয়,তৃণমূল পুলিশের সঙ্গে।

শুভজিৎ এর হয়ে প্রচারে শমীক ভট্টাচার্য

মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে মেদিনীপুরের রাঙামাটিতে পথসভা করলেন রাজ্য বিজেপির মুখপত্র তথা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য।এদিন পথসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপনির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন,”মেদিনীপুরে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই নয়।এখানে প্রার্থী হচ্ছে তৃণমূল পুলিশ।এখানে বিজেপির লড়াই তৃণমূলের পুলিশের সঙ্গে।পুলিশ সিভিক ভলেন্টিয়ার দিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে, এমনকি রাজ্যের বিরোধী দলনেতা সাংসদ শুভেন্দু অধিকারীর সভা পর্যন্ত বাতিল করা হচ্ছে।তবুও এখানে আমরাই জিতবো”।এরপর আব্দুল সাত্তারকে সরকারি পদ দেওয়া প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন,”এটা তৃণমূল সিপিএম এর সেটিং।প্রকাশ কারাত তো বলেই দিয়েছে পশ্চিমবঙ্গে সিপিএমের এক নং শত্রু হচ্ছে বিজেপি, তৃণমূল নয়”।দিল্লিতে গিয়ে একসঙ্গে পার্লামেন্টে ওয়াক আউট করছে,একসঙ্গে ধর্না দিচ্ছে।পশ্চিমবঙ্গে যাঁরা সিপিএম করে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সিপিএম।

এরপর আবাস যোজনার দুর্নীতি প্রসঙ্গে বলেন,” ক্ষোভ প্রশমিত করবার জন্য মুখ্যমন্ত্রী একটা সেফটি ভাল্ব হিসেবে ব্যবহার করছে।মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কাঠ মানি ফেরত দেওয়ার কথা!কিছু হয়েছে?গ্রামান্তরের মানুষেরা পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছে আবাস যোজনা নিয়ে গ্রামাঞ্চলে লুট চলছে।আর সেই নোট বন্ধ করলে তৃণমূল কংগ্রেস টা আরো আগে চলে যাবে,26 পর্যন্ত থাকবে না।

প্রসঙ্গত উল্লেখ্য,হাতে মাত্র আর দুটো দিন।এরপরই উপনির্বাচনে মুখোমুখি হবে তৃণমূল বনাম বিজেপি।তবে সাইড থেকে কংগ্রেস সিপিআই প্রার্থী লড়াই করবেন এই নির্বাচনে।এখন দেখার মেদিনীপুরের বিধানসভার সিট কার দখলে যায়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in