Elephant Attack:ফের হাতির হানায় মৃত্যু!সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে পরিবার ঘোষণা বনদফতরের

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

ঝাড়খন্ড নয় এবার উড়িষ্যা থেকে একদল হাতি ঢুকে পড়ল বাংলায়।আর সেই দল হাতির হানায় মৃত্যু হল এক গ্রামবাসীর।মৃত গ্রামবাসীর নাম বাদল মুর্মু (38),বাড়ি নয়াগ্রাম থানার অন্তর্গত বালিগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খুদগড় গ্রামে।বৃহস্পতিবার সকালে দলমার হাতির হানায় মৃত্যু হয় ওই ব্যক্তির।

বনদপ্তর ও গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে,গত বৃহস্পতিবার ভোরে উড়িষ্যার দিক থেকে 54 থেকে 55 টি হাতির একটি দল ঝাড়গ্রাম জেলার খড়গপুর বন বিভাগের অন্তর্গত কেশবরেখা রেঞ্জের বালিগেড়িয়া বিটে ঢুকে পড়ে। এলাকায় হাতি ঢুকেছে এই খবর চাউর হতেই হাতি দেখার জন্য বেশ কিছু মানুষের জমায়েত হয় খুদগড় গ্রামে। কোন কারণবশত দলের একটি হাতির সামনে ওই ব্যক্তি পড়ে যায়।হাতিটি শুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে।হাতিটি দলে ফিরে গেলে স্থানীয় মানুষজন ও বনদপ্তরের কর্মীরা উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির। নয়াগ্রাম রেঞ্জে 7 টি হাতি ও কেশবরেখা রেঞ্জে তিনটি হাতি বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে। তার মধ্যেই উড়িষ্যা থেকে আরো 54থেকে 55 টি হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন।

খড়গপুর বন বিভাগের ডিএফও মনীষ যাদব বলেন,”কেশবরেখা রেঞ্জে দলহাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে”।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in