Ludhiana Sale:শুরু হলো মেদিনীপুরে লুধিয়ানা সেল!তিন মাস ধরে শীতের পোশাক বিক্রি করবে ব্যবসায়ীরা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

বাবার হাত ধরেই ছেলের প্রত্যাবর্তন।সেই ট্রাডিশন বজায় রেখে এবারও মেদিনীপুরে বসলো লুধিয়ানা সেল।নির্দিষ্ট দামে ব্র্যান্ডেড এবং নতুনত্ব শীতের পোশাক নিয়ে হাজির ব্যবসায়ীরা।এই পোশাক বিক্রি চলবে প্রায় তিন মাস ধরে।এখনই ভিড় পড়ছে উপচে এই ষ্টলগুলিতে।

পোশাকের সম্ভার নিয়ে লুধিয়ানা সেল

একসময় শীতের পোশাক বিক্রি করতে কাইউম মল্লিক এসেছিলেন এই মেদিনীপুরে।তিনি মেদিনীপুরের মানুষদের দিয়েছিলেন শীতের পোশাক।ব্র্যান্ডেড নতুনত্ব ডিজাইন সেই সঙ্গে কম দামে লুধিয়ানা শীতের পোশাক তুলে দিয়েছিলেন মেদিনীপুরের মানুষের হাতে।আজ থেকে ঠিক বছর 40 আগে কারের ঘটনা।একসময় এই লুধিয়ানা সেল বসত সার্কিট হাউস এর কাছে।এরপর সময় ফুরিয়েছে এখন আর কাইউম মল্লিক নেই,তার পরিবর্তে তার ছেলে এই ব্যবসার হাল ধরেছে।আর এই শীত পড়তেই শীতের পোশাকের সম্ভার নিয়ে হাজির হয়েছে হুমায়ুন মল্লিক। এবারও তার ব্যতিক্রম নয়। মোট 22 টি স্টল নিয়ে পোশাকের নতুন ডিজাইন,আভিজাত্য নিয়ে এবারের মেদিনীপুরে পথ চলা শুরু লুধিয়ানা সেলের।ছোট,বড় লেডিস জেন্স এবং বয়স্কদের জন্য রয়েছে একদম নতুনত্ব ডিজাইন।তবে দাম একটাই, বোর্ডে বড় বড় হাতে লেখা রয়েছে ফিক্সড রেট। যদিও এখন থেকেই মানুষ কিনতে ভিড় জমিয়েছেন এই স্টল গুলিতে।

এই বিষয়ে ব্যবসায়ী হুমায়ূন মল্লিক বলেন, দীর্ঘদিন ধরে এই ব্যবসা বাবা করতে পর এখন আমরা করি।আমরা এখানে শীতের পোশাকের নতুন ডিজাইন,ব্র্যান্ডেড এবং নির্দিষ্ট দামে বিক্রি করে থাকি।এ বছরও আমাদের শীতের পোশাক বিক্রি শুরু হয়েছে,বসেছে মোট 22 টি স্টল। আমরা এই ফুটপাতের মত কম দামি জিনিস বিক্রি করিনা এই স্টলে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in