Kissan Morcha: মেদিনীপুরে সংযুক্ত কিষান মোর্চা ও শ্রমিক সংগঠন গুলির 14 দফা দাবিতে মিছিল-সমাবেশ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

দৈনিক 600 টাকা মজুরের দাবি সহ মোট চোদ্দ দফা দাবিতে মিছিলের পাশাপাশি সমাবেশ সঙ্গে জেলা শাসককে ডেপুটেশন দিল মেদিনীপুর সংযুক্ত কিষান মোর্চা ও শ্রমিক সংগঠন গুলি। তাদের দাবি গুলি ছিল কেন্দ্রের এনডিএ সরকারকে কর্পোরেট মুখী নীতি প্রত্যাহার,কৃষিপণ্য সহায়ক মূল্য আইন প্রণয়ন,কৃষি ঋণ মকুব,শ্রমকোড,বিদ্যুৎ বিল,স্মার্ট মিটার বাতিল, রাষ্ট্রয়াত্ব সংস্থা রক্ষা,ক্ষেত মজুরদের নূন্যতম 200 দিনের কর্মসংস্থান।

গোটা দেশের সাথে তাল মিলিয়ে 14 দফা দাবিতে পশ্চিম জেলার সদর শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হলো সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির উদ্যোগে।এদিনের মিছিলের প্রধান দাবি গুলো ছিল, কেন্দ্রের এনডিএ সরকারকে কর্পোরেট মুখী নীতি প্রত্যাহার,কৃষিপণ্য সহায়ক মূল্য আইন প্রণয়ন,কৃষি ঋণ মকুব,শ্রমকোড,বিদ্যুৎ বিল,স্মার্ট মিটার বাতিল,রাষ্ট্রয়াত্ব সংস্থা রক্ষা,ক্ষেত মজুরদের নূন্যতম 200 দিনের কর্মসংস্থান,দৈনিক নূন্যতম 600 টাকা মজুরি,60 বছরের উর্ধ্বে কৃষক সহ সমস্ত শ্রমজীবী মানুষদের মাসিক 10 হাজার প্রদান ইত্যাদি।এদিন দুপুরে কালেক্টরেট মেনগেট থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে গান্ধী মোড়ে সমাবেশ হয়।পাশাপাশি দাবিগুলো কে সামনে রেখে জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়।

এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন তরুণ রায়,মেঘনাদ ভূঁইয়া,সুভাস দে,তাপস সিনহা,গোপাল প্রামানিক,কীর্তি দে বকসী, বিপ্লব ভট্ট ,সুকুমার সিং,আনোয়ার রেজা,প্রশান্ত জানা,পীযূষ‌ মোহন্ত,রতন কারক সহ অন্যান্য নেতৃবৃন্দ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in