নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:
এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝাড়গ্রামে পালিত হলো ন্যাশনাল অ্যাডাপশন অ্যাওয়ারনেস মান্থ।এই অনুষ্ঠানের আয়োজন ও উদ্যোক্তা ছিল জেলা প্রশাসন ও শিশু সুরক্ষা দপ্তর।নতুন সন্তান কিভাবে দত্তক নেওয়া যায় এবং দত্তক নেওয়া সন্তানের খেয়াল রাখা নিয়ে বিস্তর আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।
ন্যাশনাল অ্যাডাপশন সচেতনতা মান্থ পালিত হল ঝাড়গ্রামে।সোমবার সকালে ঝাড়গ্রাম মহকুমা শাসকের সিদু-কানু হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিশু সুরক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে যে সমস্ত বাবা-মায়েরা অনাথ শিশুদের দত্তক নিয়েছেন তারা উপস্থিত ছিলেন এবং আগামীদিনে যে সমস্ত বাবা-মা সন্তান দত্তক নিতে চান তারাও উপস্থিত ছিলেন।কিভাবে সন্তানকে দত্তক নেওয়া যায় এবং কিভাবে তার খেয়াল রাখা যায় সেই প্রসঙ্গে বিস্তর আলোচনা হয় এইদিন।পাশাপাশি এইদিন সন্তান দত্তক নেওয়া বাবা মায়েরা তাদের অভিজ্ঞতার কথা উপস্থিত সকলের কাছে তুলে ধরেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন,ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকার,ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি,ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা শাসক প্রসেনজিৎ চক্রবর্তী,মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ,ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ সুমন সাহু,জেলা পরিষদের সহ-সভাপতি অঞ্জলি দোলায় সহ বিশিষ্ট ব্যক্তিরা।
শিশুদের কিভাবে দত্তক নেওয়া যায় সেইসঙ্গে দত্তক নেওয়া শিশুদের শারীরিক মানসিক বিকাশ নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।