নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
প্রায় ১৫ লক্ষ টাকা বাজেট এবং সেই বাজেটের উপর ভিত্তি করেই মানুষ নিজেকে আয়ত্তে আনার জন্যই ষড়রিপু ও সাতটি চক্র নিয়ে অন্তর শক্তি থিম ছোট বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
মূলত এখানে এলেই যেমন কাম ক্রোধ লোভ থেকে মানুষ কিছুক্ষণের জন্য মুক্তি পাবে তেমনি তার নিজেদের নেগেটিভ এনার্জি সরিয়ে পজিটিভ এনার্জি ভরিয়ে নিজেদের মধ্যে কনফিডেন্স আনতে পারবে। আর সেই বার্তা উদ্যোক্তাদের। উদ্যোক্তা অরুন চৌধুরী ও পৃথ্বীস দাস সেই বক্তব্যই শোনালেন।