নিজস্ব প্রতিনিধি,মালদা:
যুগের পরিবর্তনের সঙ্গে স্তন ক্যান্সারের বৃদ্ধি পাচ্ছে গোটা বিশ্বজুড়ে।এবার এই মহিলাদের স্তন ক্যান্সার নিয়ে একটি সচেতনতায় শিবির করালেন প্রখ্যাত অঙ্কো ক্যান্সার সার্জেন ডাক্তার অর্ণব চক্রবর্তী। তিনি এই শিবিরে বলেন ব্যাথা হীন অস্ত্রোপচারের মাধ্যমে রোগীকে কম সময়ের মধ্যে ক্যান্সার থেকে সারিয়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। [ বিশিষ্ট সার্জিক্যাল অঙ্কোলজিষ্ট এন্ড রোবোটিক্স সার্জন ডাক্তার অর্ণব চক্রবর্তী প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ সোমবার আসছেন পুরুলিয়া। যোগাযোগ +91 8116381942 ]
স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে মালদা শহরের একটি বিদ্যালয়ে সচেতনতা শিবির করলেন প্রখ্যাত অঙ্কো ক্যান্সার সার্জেন ডাক্তার অর্ণব চক্রবর্তী।এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক মহিলা।এইদিন ডাক্তার চক্রবর্তী বলেন,”স্তন ক্যান্সার হলে স্তনের কোষগুলি অনিয়ন্ত্রিত উপায়ে বৃদ্ধি পায় এবং বিভাজিত হয়।স্তন ক্যান্সার মহিলাদের মধ্যে ত্বকের ক্যান্সারের পরে সবচেয়ে সাধারণ ক্যান্সার।তিনি আরও বলেন,স্তনের কোষে যে ক্যান্সার হয় তাকে স্তন ক্যান্সার বা টিউমার বলে।এটি মহিলাদের মধ্যে সবচেয়ে সাধারণ ভাবে ঘটতে থাকা ক্যান্সারগুলির মধ্যে একটি।গত কয়েক বছর ধরে,উন্নত চিকিৎসা সুবিধা প্রাথমিক সনাক্তকরণে সাহায্যে স্তন ক্যান্সারের চিকিত্সা, সামগ্রিকভাবে স্তন ক্যান্সার সম্পর্কিত মৃত্যু হ্রাস করা সম্ভব হয়েছে।
স্তন সিস্ট হল একটি বা উভয় স্তনে পাওয়া যায় এমন ক্যান্সারবিহীন পিণ্ড।এগুলি সাধারণ এবং বার্ধক্য এবং হরমোনের পরিবর্তনের সাথে স্তনের পরিবর্তনের কারণে স্বাভাবিকভাবেই ঘটে।প্রখ্যাত অঙ্কো ক্যান্সার সার্জেন ডাক্তার অর্ণব চক্রবর্তী বলেন ব্যাথা হীন অস্ত্রোপচারের মাধ্যমে রোগীকে কম সময়ের মধ্যে সারিয়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।মানুষ কে সেবা দেওয়ার লক্ষ্য আমরা ব্রতী।
আগামীতে,সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির রোবট ব্যবহার করে অত্যাধুনিক চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন ডাক্তার অর্ণব চক্রবর্তী।