
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে অভিযোগ হওয়ার পরেই তদন্তভার হাতে নিল সিআইডি। মেদিনীপুর মেডিকেল কলেজের এক ও একাধিক ডাক্তারকে ডেকে জেরা,জেরা করা হচ্ছে ডেপুটি সুপার সহ স্বাস্থ্য অধিকর্তাদের।

এবার ন্যায় সংহিতায় ১৯৮, ১০৫, ১২৫ (বি) ধারায় মামলা রুজু হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের অভিযুক্ত ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে।সূত্র অনুযায়ী মেদিনীপুর কোতয়ালী থানায় এই অভিযোগ জমা করে জেলা স্বাস্থ্য দপ্তর। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে কোতোয়ালি থানায় অভিযোগ জমা করে স্বাস্থ্য দপ্তর।ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক থানায় গিয়ে স্বাস্থ্য ভবনের পাঠানো ওই রিপোর্ট জমা দিয়ে এসেছেন বলে জানা গেছে।অভিযোগ পাওয়ার পরে এফআইআর করে প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছে কোতয়ালী থানার পুলিশ।এরপর সিআইডি টিম এলে তাদের হাতে FIR তুলে দেওয়া হয়।

অভিযোগ পেয়েই সিআইডির তদন্তকারী দল এইদিন বিভিন্ন জায়গায় তদন্ত করে।মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকে বেরিয়ে সিআইডির তদন্তকারী দল হাসপাতাল সুপারের রুমে এসে খোঁজখবর নিতে শুরু করে বিকেল নাগাদ। ডেপুটি সুপার সহ আরো কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছে,চলছে জিজ্ঞাসাবাদ।

প্রসঙ্গত উল্লেখ্য,মেদিনীপুর মেডিকেল কলেজে পাঁচ অসুস্থ প্রসূতি হলো মাম্পি সিং (২৩), নাসরিন খাতুন (১৯), মিনারা বিবি (৩১),রেখা সাউ(২৩) ও মামনি রুইদাস।যার মধ্যে মামনি রুইদাসের মৃত্যু হয়েছে গত শুক্রবার।অভিযোগ ছিল এক্সপায়ার স্যালাইন ও চিকিৎসার গাফিলতিতেই মাল্টি-অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় এই মামনির।সেই ঘটনায় সিআইডি তদন্ত হয়।সেই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের একটি টিম পাঠানো হয় রাজ্য সরকার থেকে। তাদের রিপোর্টের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার সহ মোট ১২ জন ডাক্তার,পিজিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বলেন।যেই অভিযোগ কোতোয়ালিতে হওয়ার পরেই তদন্ত ভার তুলে নেয় সিআইডি।

এই তালিকায় রয়েছেন মাতৃমা বিভাগে ইউনিট ১সি-র বেড ইনচার্জ দিলীপ পাল,সিনিয়র চিকিৎসক হিমাদ্রি নায়েক, আরএমও সৌমেন দাস,অ্যানাস্থেশিস্ট পল্লবী বন্দ্যোপাধ্যায়,পিজিটি প্রথম বর্ষের চিকিৎসক মৌমিতা মণ্ডল,পূজা সাহা, ইন্টার্ন চিকিৎসক সুশান্ত মণ্ডল, পিজিটি তৃতীয় বর্ষের চিকিৎসক জাগৃতি ঘোষ,ভাগ্যশ্রী কুন্ডু, পিজিটি প্রথম বর্ষের অ্যানাস্থেশিস্ট মণীশ কুমার, বিভাগীয় প্রধান মহম্মদ আলাউদ্দিন,হাসপাতাল সুপার জয়ন্ত রাউত।