
নিজস্ব প্রতিনিধি পাটনা বাজার:
সরস্বতী পুজোর থিমের তাও আবার কুরুক্ষেত্রের আদলে।ঠিক কেন কুরুক্ষেত্র ঘটেছিল বা কুরুক্ষেত্র সময় কি কি ঘটেছিল সে বিষয়ে থার্মোকল ও পটচিত্রের মাধ্যমে তুলে ধরলো পাটনা বাজার স্টুডেন্ট ক্লাব। ৫৭ তম বর্ষে ৮ লক্ষ বাজেটের এবারের থিম “এবার কুরুক্ষেত্র”।

মহাভারতের কাহিনী কে না জানে!সিংহাসন এবং ক্ষমতার লড়াইকে কেন্দ্র করেই কৌরব পাণ্ডবদের লড়াই আজ সর্বজনবিদিত।যদিও শেষ পর্যন্ত দুপক্ষ শেষ হয়ে গিয়েছিল এই ঘটনায়।এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ,অর্থ ঘরবাড়ি ধ্বংস হয়েছিল,মান সম্মান ধুলায় ভুলুণ্ঠিত হয়েছিল তার কারণ একটাই ক্ষমতা দখলের লড়াই। সেই ইতিহাস আজও নাড়া দেয় সবার মনে।বর্তমানেও সেই একই পরিস্থিতি বলে মনে করছে মেদিনীপুর শহরের পাটনা বাজারের স্টুডেন্ট ক্লাব।তাদের ৫৭ তম বর্ষে তাই এবারের তাদের থিম কুরুক্ষেত্র।প্রায় ৮ লক্ষ টাকা খরচা করে কুরুক্ষেত্র মডেলের যাবতীয় দিকগুলি ফুটিয়ে তুলেছেন তারা।যেখানে দেখানো হয়েছে দাবা খেলা ও পাশা খেলার মধ্য দিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে সিংহাসন পাওয়ার লক্ষ্যের লড়াই।শুধু সিংহাসন পাওয়ার কথা হলে ভুল হবে সেই সঙ্গে কিভাবে একের পর এক মানুষের ঘাড়ে পা দিয়ে সিঁড়ির মধ্য দিয়ে উঠে সিংহাসন দখল এবং অর্থ লোভ-লালসা মেটানো।যা বর্তমান সমাজের ক্ষেত্র প্রযোজ্য।

বর্তমান সমাজেও দেখা গেছে কিছু মানুষ অর্থ এবং সিংহাসন পাওয়ার লক্ষ্যে সেইসঙ্গে তার লালসা চরিতার্থ করার জন্য একের পর এক যুদ্ধ লাগিয়ে দিচ্ছে বিভিন্ন ভাবে।দেশের সঙ্গে দেশের,রাজ্যের সঙ্গে রাজ্যের বা কখনো জেলায় জেলায় মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে।সেই কুরুক্ষেত্রের শেষে স্বয়ং শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন এই লড়াইয়ের মাহাত্ম্য।এও এখানে ফুটিয়ে তোলা হয়েছে।

এ বিষয়ে ক্লাব সদস্য রাজকুমার সিংহ বলেন, “কুরুক্ষেত্রের যুদ্ধ মূলত কি কি ঘটেছিল তা আমরা বিভিন্ন পটচিত্র বিভিন্ন থার্মোকলের কাজের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছি এই মন্ডপে।শুধু যে সিংহাসন এবং টাকার লোভেই এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিয়ে সব নষ্ট ধ্বংস করা যায় তা আমরা ফুটিয়ে তুলেছি।এবারে আমাদের ৮ লক্ষ টাকা খরচা করে ৫৭ তম বর্ষের এই নজর কাড়া মণ্ডপ দর্শনার্থীদের মধ্যে প্রভাব ফেলবে।আমরা মনে করি দুর্গা পূজার মতনই এই সরস্বতী পুজোয় ভিড় হবে আমাদের মন্ডপে।