Life imprisonment: স্ত্রী কে নির্যাতন ও খুনের ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

পনের দাবিতে মাঝেমধ্যেই চলত শারীরিক ও মানসিক নির্যাতন।সালিশি সভার মাধ্যমেও সমাধান করা হয়েছিল স্বামী-স্ত্রীর সমস্যা। কিন্তু তারপর ও রক্ষা হলো না।অবশেষে গলায় লাইলন দড়ির ফাঁস লাগিয়ে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছিল স্বামী। সেই ঘটনায় যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ ঝাড়গ্রাম আদালতের।তার পাশাপাশি ৫০০০ টাকা জরিমানাও করা হয়েছে,অনাদায় আরো ৬ মাস জেলের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত,২০২১ সালের সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ সকালে বাড়ির মধ্যে গলায় লাইলন দড়ির ফাঁস লাগিয়ে নিজের স্ত্রী সুরচি মাহাতোকে (২৩) হত্যা করার অভিযোগ উঠে স্বামী রাজু মাহাতোর বিরুদ্ধে।মূলত সুরচির সঙ্গে সম্বন্ধ করে রাজুর বিয়ে হয়েছিল ঘটনার বছর পাঁচেক আগে।সুরচির বাড়ি উড়িষ্যা রাজ্যের শুলিয়াপাদা থানার অন্তর্গত এলাকায়।সেই ঘটনার দিনেই সুরচি মাহাতোর বাবা অভিলাষ মহান্তী নয়াগ্রাম থানায় লিখিত অভিযোগ করে।যদিও সেই ঘটনার পরেই পলাতক হয়ে যায় রাজু। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে ২৭ তারিখেই রাজুকে তার নিজের গ্রাম থেকে গ্রেফতার করে নয়াগ্রাম থানার পুলিশ।এরপর ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে তখন থেকেই রাজু জেল হেফাজতে থাকে।

তৎকালীন নয়াগ্রাম থানার সাব-ইন্সপেক্টর সমীর কুমার দাস গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত করে ঝাড়গ্রাম আদালতে তিন মাসের মাথায় অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখ চার্জশিট পেশ করে।এরপর ২০২২ সালের নভেম্বর মাসের ১১ তারিখ চার্জফেম গঠিত হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী সুরচি মাহাতোর ভাই রাজিব মহান্তী,ঘটনা তদন্তকারী অফিসার সমীর কুমার দাস সহ মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে আদালত রাজু মাহাতোকে দোষী সাব্যস্ত করেন।

এই ঘটনায় ঝাড়গ্রাম আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর সত্যজিৎ সিনহা বলেন,”বধূ নির্যাতন ও বধূ হত্যার ঘটনায় ১২ জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে দোষী সাব্যস্ত রাজু মাহাতো।তাকে জেলা বিচারক কল্লোল চট্টোপাধ্যায় ৩০২ বধূ হত্যা ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।অনাদায় ছয় মাস জেলের নির্দেশ দিয়েছেন। এছাড়াও ৪৯৮ (এ) বধূ নির্যাতনের ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও দু’হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাস জেলের নির্দেশ দিয়েছেন জেলা বিচারক”।

তিনি আরো বলেন,”ঘটনার তদন্তকারী অফিসার খুব ভালোভাবে তদন্ত করেছে এবং তদন্ত প্রক্রিয়ায় সমস্ত ভাবে সহযোগিতা করায় রাজু মাহাতোকে দোষী সাব্যস্ত করা হয়”।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in