NAAC:প্রথমবারেই ন্যাকের মূল্যায়নের নজরকাড়া ফল করলো কাপগাড়ী সেবা ভারতী কলেজ!61 বছরের পুরনো কলেজের মুকুটে নতুন পালক

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

একষট্টি বছরের পুরানো মহাবিদ্যালয়ে প্রথমবার জাতীয় শিক্ষা পরিদর্শন ও ন্যাক মুল্যায়নে গ্রেড বি প্লাস প্লাস ও ২.৭৭ নম্বর নিয়ে জাতীয় স্বীকৃতি লাভ করলো ঝাড়গ্রাম জেলার জামবনির ব্লকের অন্তর্গত কাপগাড়ির সেবা ভারতী মহাবিদ্যালয়।ন্যাক অর্থাৎ ন্যাশনাল আ্যসেসমেন্ট এন্ড এক্রেডিটেশন কাউন্সিল থেকে আগত তিনজনের একটি প্রতিনিধিদল গত ১২ ই ফেব্রুয়ারি ও ১৩ই ফ্রেব্রুয়ারি ২০২৫ কাপগাড়ির সেবা ভারতী মহাবিদ্যালয় পরিদর্শন ও মূল্যায়ন করেন।

মূলত সেই প্রতিনিধি দলের চেয়ারম্যান হিসেবে ছিলেন গুজরাট কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরেশ কুমার অগ্রওয়াল,কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন ওড়িশার ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সূর্যেন্দু কুমার দে এবং সদস্য হিসেবে ছিলেন মহারাষ্ট্রের গোঘলে এডুকেশন সোসাইটি বি ওয়াই কে কমার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ ধানেশ কালাল।সেবা ভারতী মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী,অধ্যক্ষ,অধ্যাপক অধ্যাপিকা,শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতির সভাপতি ও সদস্যরা আদিবাসী লোকাচার ও রীতি অনুযায়ী উষ্ণ অভ্যর্থনা মাধ্যমে ন্যাক প্রতিনিধি দল কে আপ্যায়ন করা হয়।অধ্যক্ষ, আই কিউ এ সি কো -অর্ডিনেটর এবং প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রধান তাদের কার্যকলাপ একে একে উপস্থাপন করেন।

এরপর প্রত্যেক বিভাগ সরজমিনে পরিদর্শন করেন। সেইসঙ্গে তিনটি মিউজিয়াম,হস্টেল, জিমনেশিয়াম, খেলার মাঠ,ভেষজ উদ্যান,রেন ওয়াটার হার্ভেস্টিং ও গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, গ্রাউন্ড ওয়াটার অবজারভেশন ইউনিট, ভার্মিকম্পোজ্ট এবং সোলার প্যানেল ইত্যাদি ঘুরে দেখেন।তাছাড়া আলাদা আলাদা ভাবে বর্তমান ছাত্র ছাত্রী, প্রাক্তন ছাত্র ছাত্রী,অধ্যাপক অধ্যাপিকা, পরিচালন সমিতি এবং শিক্ষা কর্মীদের মধ্যে আলোচনা করেন।উল্লেখযোগ্য ভাবে প্রাক্তনী ছাত্র ছাত্রী বিশেষত স্থানীয় আদিবাসী ছাত্র ছাত্রী ন্যাক টিমের কাছে কতকগুলি দাবি তুলে ধরে। ভূগোল বিভাগের প্রাক্তনী বেলমনি মান্ডি, সুমিতা হেমব্রম,মধুমিতা কিস্কু জানান ভূগোল বিষয়ের স্নাতকোত্তর কোর্স চালু করলে আমাদের সমাজের মেয়েদের ক্ষেত্রে উচ্চ শিক্ষা লাভ করা সম্ভব হবে।তাছাড়া সাঁওতালি,বাংলা,ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর এবং এম পি এড চালু করা দাবি করেন।

স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নতি র দাবি তোলে।একইভাবে ন্যাক প্রতিনিধি দল মহাবিদ্যালয়ের উন্নতি প্রকল্পে প্রাক্তনীদের এগিয়ে আসার বার্তা দেন।পরিদর্শনে র শেষ দিন ন্যাক প্রতিনিধি দলের পক্ষ থেকে চেয়ারম্যান উপস্থিত অধ্যাপক অধ্যাপিকা, ছাত্র ছাত্রী, প্রাক্তনী,পরিচালন সমিতির সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের সামনে অধ্যক্ষ ড. দেবপ্রসাদ সাহু মহাশয়কে মূল্যায়নের রিপোর্ট কার্ড তুলে দেন।সভায় চেয়ারম্যান উল্লেখ করেন ভূগোল বিভাগ এবং শারীর শিক্ষা বিভাগ এই দুই বিভাগ মহাবিদ্যালয়ে র গুরুত্বপূর্ণ বিভাগ।যা পঠন -পাঠন,গবেষনা ও কার্যকলাপে মহাবিদ্যালয়ে র পরিচিতি বহন করে চলেছে।সেই সঙ্গে ইংরেজি বিভাগেরও ভূয়সী প্রসংসা করেন।

তাছাড়া বাংলা বিভাগের, সাঁওতালি বিভাগের এবং নৃবিজ্ঞান বিভাগের সংগ্রহশালা র সংগ্রহকারী জিনিস পত্র দেখে খুশি হন। উল্লেখযোগ্য ভাবে অষ্টাদশ শতাব্দীর মহাভারতের পান্ডুলিপি বিশেষ আকর্ষণীয় ছিল।ন্যাক প্রতিনিধি দল সামগ্রিক ভাবে নন এসি পরিবেশ বান্ধব কলেজ ক্যাম্পাস দেখে মুগ্ধ হয়ে পড়েন। এই বিষয়ে অধ্যক্ষ ড.দেব প্রসাদ সাহু উল্লেখ করেন ভূগোল বিভাগের প্রয়োগ মূলক কার্যকলাপ, স্হানীয় থেকে আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রপুঞ্জের পরিবেশের গবেষণা ও গিনি তে অরণ্য ভূমি গড়ে তোলার কাজে যুক্ত।

তাছাড়া জাতীয় ও আন্তর্জাতিক স্তরে শারীর শিক্ষা বিভাগের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ এবং পুরষ্কার অর্জন ইত্যাদি মূল্যায়নে বিশেষ প্রভাব রয়েছে এবং ফলস্বরূপ ন্যাকের বিচারে ঝাড়গ্রাম জেলার উন্নত,উৎকৃষ্ট এবং এক নম্বর জেনারেল ডিগ্রি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।এতে আমরা গর্বিত এবং আনন্দিত।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in