
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বিতর্ক প্রতিযোগিতায়ও সাফল্য মেদিনীপুরের।জাতীয় স্তরের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় যুগান্তকারী সাফল্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্রীজিতার। দিল্লিতে আয়োজিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ানস্ অন পপুলেশন অ্যান্ড ডেভলপমেন্ট’ (IAPPD) আয়োজিত ‘জাতীয় স্তরের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’য় জোর টক্কর দিয়ে তৃতীয় স্থান দখল করলো সে।যা নিয়ে খুশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপাচার্য,রেজিস্টার সহ পড়ুয়ারা।

এবার বিতর্ক প্রতিযোগিতায় নজর কাড়লো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।শ্রীজিতার স্থান তৃতীয় যা নিয়ে খুশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ পড়ুয়ারা। মূলত গত ১ মার্চ, ২০২৫ নিউ দিল্লিতে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ানস্ অন পপুলেশন অ্যান্ড ডেভলপমেন্ট’ (IAPPD) আয়োজিত ‘জাতীয় স্তরের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’য় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিও অংশগ্রহণ করেছিল।সেই কঠিন লড়াই ও প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মুকুটে সাফল্যের পালক এনে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের চাত্রী।”জলবায়ু সংকট মানব স্বাস্থ্যের পক্ষে হুঁশিয়ারি স্বরূপ” বিতর্ক প্রতিযোগিতায় দলের সদস্যা কৃতি ছাত্রী শ্রীজিতা তৃতীয় স্থান অধিকার করে।

জয়ী হিসেবে পুরস্কার স্বরূপ জয়ী শ্রীজিতার হাতে নগদ দশ হাজার টাকা,স্মারক ও শংসাপত্র তুলে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী শ্রীজিতাকে সংবর্ধনা জানিয়েছেন।তবে তার এই যুগান্তকারী সাফল্যে উপাচার্য, নিবন্ধক, ছাত্রকল্যাণ আধিকারিকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকবৃন্দ, অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ, শিক্ষাকর্মী বন্ধু এবং ছাত্রছাত্রীরা সকলেই আনন্দিত।আগামী দিনেও বিভিন্ন ক্ষেত্রে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এভাবেই তাদের সাফল্য বজায় রাখবে বলে সকলেই আশাবাদী। উল্লেখ্য,এই শ্রীজিতা মেদিনীপুর কলেজের প্রথম বর্ষের ইংরেজি অনার্সের ছাত্রী।প্রত্যন্ত জঙ্গলমহল থেকেই সাফল্য এনে দিয়েছে সে।এই প্রতিযোগিতায় দেশের মোট কুড়িটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী বলেন,”আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কোন অংশে কম নয়।নিউ দিল্লি তে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় শ্রীজিতা আলাদা সম্মান এনে দিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের।আমরা তাকে সম্বর্ধিত করে এসেছি।আমরা চাই আগামী দিনে আরো বড় হোক আমাদের শ্রীজিতা।

এ বিষয়ে শ্রীজিতার বক্তব্য আমি চেষ্টা করেছিলাম তাই সাফল্য এসেছে।আমার সঙ্গে বিশ্ববিদ্যালয় এবং আমার পরিবারের সদস্যরা পাশে থাকায় এই জেতা সম্ভব হল।