বই বিক্রি করে লক্ষী লাভ বামেদের!প্রায় ৫০ টি স্টলে আয় 9 লক্ষ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

একদিকে যখন পুজোর মরসুম চলছিল তখন আরেক দিকে বইয়ের স্টল দিয়ে বই বিক্রিতে মজেছিল বাম কর্মীরা।পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রায় প্রতিটি ব্লকেই ছিল তাদের এই স্টল। স্টলের নাম দেওয়া হয়েছিল শারদীয়া বুক স্টল।সেই বুক স্টলে মার্কস,লেলিন,ফ্রেডরিক সহ কমিউনিস্ট পার্টির মার্কসবাদী ভাব ধারার বিভিন্ন ধরনের বই বিক্রি হয়েছে। অন্যান্য বইয়ের মধ্যে ছিল বুদ্ধিজীবী ও নানা প্রশ্ন,নারী – অতীত,বর্তমান ও ভবিষ্যৎ, ২১ শতকের বামপন্থা,ধর্ম – সংস্কার ও কুসংস্কার।

এইবারেও এই দুর্দিনে লক্ষী লাভ করেছে বামেরা।পশ্চিম মেদিনীপুরের ১৫ টি বিধানসভা তেই তারা এই স্টল দেয়।তাদের দেওয়া স্টল সংখ্যা ছিল নাই নাই করে ৫০টি। আর সেই চতুর্থ পঞ্চমী সহ ষষ্ঠী,সপ্তমী এই পাঁচ থেকে সাতদিনে তাদের বই বিক্রি হয়েছে প্রায় নয় লক্ষ টাকার মতো।যদিও মেদিনীপুর শহরের পঞ্চুরচকের বুক স্টল থেকেই প্রায় ৬৮ হাজার টাকার বই তাদের বিক্রি হয়েছে এই কদিনে।আর তাতেই স্বভাবতই খুশির ছোঁয়া বাম নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে।


Share

dnews.in