
নিজস্ব প্রতিনিধি:
এ এক অবাক করা কাহিনী।ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে,দুই তরুণীর কথোপকথন।পাশে বসে রয়েছে এক কিশোরীও।এর মধ্যে এক তরুণী একটি কাগজ তুলে নেন।সেই কাগজে সাঁটা রয়েছে অনেক মশার দেহ।

বিভিন্ন সময় শোনা যায় মানুষের বিভিন্ন রকম শখ এবং নেশার কথা।ছবি থেকে শুরু করে পুরনো মুদ্রা জমানো বিভিন্ন মানুষের বিভিন্ন শখ থাকে।এর মধ্যে কিছু শখ নজর কাড়ার মতো,আবার কিছু শখ খুব অদ্ভুত।তেমনই এক অদ্ভুত শখের জেরে নেটপাড়ার মনোযোগ আকর্ষণ করলেন এক তরুণী।শখ হিসাবে মশাদের মৃতদেহ সংগ্রহ করেন তিনি।শুধু তা-ই নয়, মৃত মশাদের নামও দেন তিনি।মশার মৃত্যুদিন,স্থান এবং সময়ও লিখে রাখেন মৃত মশাগুলির নীচে!শুনে অবাক লাগলেও সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।ভাইরাল হয়েছে ভিডিয়োটি।ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে,দুই তরুণীর কথোপকথন।পাশে বসে রয়েছে এক কিশোরীও।

এর মধ্যে এক তরুণী একটি কাগজ তুলে নেন।সেই কাগজে সাঁটা রয়েছে অনেক মশার দেহ। মশাগুলির নীচে তাদের নাম লেখা।লেখা রয়েছে,তাদের মৃত্যুর দিনক্ষণও।ওই দুই তরুণীর মধ্যে এক জন ওই ভাবে মৃত মশা জমিয়ে রাখতে ভালবাসেন।তাঁর শখ দেখে ভিডিয়োতে তাঁকে নিয়ে হাসাহাসিও হয়।সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।