
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
এর আগে কলকাতা দিল্লি মুম্বাই সহ বড় বড় শহরগুলিতে এই ধরনের ক্যালেন্ডার উদ্বোধন হত।কিন্তু এবার জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের এই মেদিনীপুর শহরে উদ্বোধন হলো”গ্লামেজ এডভেটাইজিং এবং মডেলিং এজেন্সির”নতুন বছরে ক্যালেন্ডার।এই ক্যালেন্ডারে বিশেষভাবে তুলে ধরা হয়েছে সোশ্যাল অ্যাওয়ারনেস এবং ওয়াইল্ডলাইফ।

মেদিনীপুরে এই প্রথমবার “গ্লামেজ এডভেটাইজিং এবং মডেলিং এজেন্সির”হাত ধরে প্রকাশিত হলো বাঙালি নববর্ষের বাংলা ক্যালেন্ডার।মূলত এই ধরনের ক্যালেন্ডার সুট কলকাতা,বম্বে শহর গুলিতে হয়ে থাকে। এই ক্যালেন্ডার এর মাধ্যমে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস এবং ওয়াইল্ডলাইফ কে তুলে ধরা হয়েছে।এই ক্যালেন্ডারে ফটোগ্রাফিতে ছিলেন থিমস্যুট ফটোগ্রাফার কৌশিক দাস,রুপম ঘোষ এবং ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার অমিত মোদক।এই ক্যালেন্ডার প্রকাশ করতে যেসব কোম্পানি উৎসাহ দিয়েছেন তাদের নাম দা ব্র্যান্ড আর্কাইভ,আয়ুষ এইচপি গ্যাস এবং শ্রীধর জিউ ঔষধালয়।এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লামেজের ফাউন্ডার অভিলাষ সিং রাজপুত,কো ফাউন্ডার সুরজ গায়েন,শুভ ভুইমালি এবং ডিজিটাল ক্রিয়েটর ও ইউটিউবার শিবু ঘোষাল।মডেল হিসেবে ছিলেন স্বরুপ পাশওয়ান,সুনিতা মন্ডল,কৃতি ঘোষ,খুদে মডেল ও সিরিয়াল আর্টিস্ট পরি এবং সেই সঙ্গে অর্ধেন্দু,সায়নী।

বিশেষ ভাবে উৎসাহিত করেন ডিজিটাল ক্রিয়েটর আরাধ্যা (রাই)।এই সংস্থার পরবর্তী প্রজেক্ট ‘মিস মেদিনীপুর ফ্যাশন শো’। সংস্থা সূত্র অনুযায়ী এখানে প্রথম পুরস্কার পুরস্কার হিসেবে পনের হাজার টাকা পাবে,দ্বিতীয় স্থান অধিকারীকে দশ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীর জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হবে।এই ফ্যাশন শো এর রেজিস্ট্রেশন মূল্য পুরো ফ্রী।প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারবে অডিশনের জন্য।অডিশনে যারা সিলেক্ট হবে শুধু তাদের কাছ থেকে গ্রুমিং চার্জ ও সার্ভিস চার্জ নেওয়া হবে।


গ্লামেজের ফাউন্ডার অভিলাষ সিং রাজপুত বলেন,” মূলত এই এই ক্যালেন্ডার প্রকাশ করার উদ্দেশ্যই হল সচেতনতা এবং মানুষকে সচেতন করা।আমরা বারো মাসের ১২ টি দিক উল্লেখ করে দিয়েছি এই ক্যালেন্ডার এর মাধ্যমে।যেখানে জঙ্গলের পশু পাখি জল সংরক্ষনের যেমন কথা বলা হয়েছে ঠিক তেমনি মানুষের জীবন জীবিকা নিয়েও বার্তা দেওয়া হয়েছে।আমরা চাই এই পৃথিবীতে সবাই যেন সুন্দর ও নিরাপত্তার সাথে বাঁচতে পারে।”